For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ মার্চ : সারাদিনের খবর একনজরে

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

১২ মার্চ : সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট : সাত্তোরে মহিলা নির্যাতনের ঘটনায় চার্জশিট পেশ করল সিআইডি। চার্জশিটে স্পেশাল অপারেশন গ্রুপের ওসি কার্তিকমোহন ঘোষ সহ তিন কনস্টেবলের নাম রয়েছে। নির্যাতিতার অভিযোগ, প্রকৃত অভিযুক্তদের আড়াল করেই এই চার্জশিট তৈরি হয়েছে। ন্যায্য বিচারের দাবিতে সিবিআই তদন্তেরও ফের দাবি জানিয়েছেন নির্যাতিতা।

বিকেল ৫ টা ৪৫ মিনিট :

দুপুর ৩ টে ৪০ মিনিট : রঞ্জি ট্রফি ফাইনালে তামিলনাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হল কর্ণাটক। ম্যান অব দ্য ম্যাচ কর্ণাটকের করুণ নায়ার। এই নিয়ে পরপর দু'বছর চ্যাম্পিয়ন হল কর্ণাটক।

দুপুর ২ টো ৩০ মিনিট : বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে ১৪৬ রানে জিতল প্রোটিয়ারা। ব্যাটে বলে নায়ক ফের এবি। ব্যাট হাতে করলেন ৯৯ রান ও বল হাতে ১৫ রানে ২ টি উইকেটও নেন তিনি।

দুপুর ১ টা ১০ মিনিট : সিউড়ি পুরসভার বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে ফের একবার কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর কাছে দরবার বিধায়ক স্বপনকান্তি ঘোষের।

দুপুর ১ টা ১০ মিনিট :

দুপুর ১২ টা ৫০ মিনিট : সাত্তোরকাণ্ডে সিআইডি তদন্তে আস্থা নেই। সিবিআই তদন্ত দাবি করে হাইকোর্টে মামলা নির্যাতিতার।

সকাল ৮ টা ৪২ মিনিট : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ সিডব্লুসি সদস্য ও কংগ্রেস সাংসদদের সঙ্গে এআইসিসি হেড কোয়ার্টারে দেখা করবেন।

সকাল ৮ টা ৩০ মিনিট : তামিল নিউজ চ্যানেল পুথিয়া থালাইমুরাই-এর অফিসে বিস্ফোরণে। বিস্ফোরণের তীব্রতা কম ছিল। ৪ অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই বিস্ফোরণ ঘটায়, ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

English summary
Latest News Update: March 12
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X