For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তসলিমা নাসরিনের আবাসিক পারমিট বাতিল করল কেন্দ্র, মিলল ২ মাসের পর্যটক ভিসা

Google Oneindia Bengali News

তসলিমা নাসরিনের আবাসিক পারমিট বাতিল করল কেন্দ্র, মিলল ২ মাসের পর্যটক ভিসা
[সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট] দাম বাড়ল ডিজেলের, কমল পেট্রোলের

লিটারে ৫০ পয়সা দাম বাড়ল ডিজেলের। অন্যদিকে পেট্রোলের দাম কমল লিটারে ১.০৯ টাকা। আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে এই নতুন দাম।

[বিকেল ৪টে ১০ মিনিট] তসলিমা নাসরিনের আবাসিক পারমিট বাতিল করল কেন্দ্র

টুইট করে তসলিমা নাসরিন জানালেন, কেন্দ্র তাঁর আবাসিক পারমিট বাতিল করে দিয়েছে, বদলে ২ মাসের পর্যটক ভিসা দিয়েছে কেন্দ্র। এই ঘটনায় মর্মাহত বলে জানিয়েছেন তসলিমা, কেন কেন্দ্রর এহেন ব্যবহার, কেনই বা ১০ বছর পর এই পারমিট বাতিলের ঘটনা ঘটল তার কারণ বুঝতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।

[দুপুর ১২ টা ১০ মিনিট] সেনাপ্রধানের দায়িত্ব নিলেন সুহাগ

আজ থেকে নয়া সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং সুহাগ। অবসর নিলেন বর্তমান সেনাপ্রধান বিক্রম সিং। সেই জায়গাতেই এলেন সুহাগ। ১ আগস্ট থেকে দায়িত্ব সামলাবেন তিনি। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)

[সকাল ৯ টা ৩০ মিনিট] কলকাতার উপকন্ঠেও মিলল এনসেফেলাইটিসের জীবাণু

কল্যাণীর নারায়ণ সরকার নামে একজন আক্রান্ত হলেন এনসেফেলাইটিসে। কলকাতার একটি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন তিনি। বুধবার কলকাসেতার ট্রপিকালে তার রক্তের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষায় ধরা পড়ে এনসেফেলাইটিসের জীবাণু। স্বাস্থ্য দফতর সূত্রেও এ খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।

[সকাল ৮টা ৪০ মিনিট] পুণে ধসের ঘটনায় মৃতের সংখ্যা পৌছল ২৫, স্বরাস্ট্রমন্ত্রী যাচ্ছেন এলাকা পরিদর্শনে

পুণে ধস মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনুমান দুশোরও বেশি মানুষ ধ্বংসস্তু্পের মধ্যে আটকে থাকতে পারেন। বুধবার পুণের কাছে আম্বেগাঁও তেহসিলের মালিন গ্রামে ধসের জেরে ভেঙে পড়ে ৫০টির মতো বাড়ি। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মালিন গ্রামে পরিস্থিতি পরিদর্শনে যাবেন। (বিস্তারিত খবর পড়তে ক্লিক করুন এখানে)

English summary
Latest News Update: July 31
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X