For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই মাও পোস্টার পুরুলিয়ায়

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই মাও পোস্টার পুরুলিয়ায়
[বিকেল ৫টা] তাপস পালের বিরুদ্ধে এফআইএর-এর নির্দেশ

আগামী ৭২ ঘন্টার মধ্যে তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নাকাশিপাড়ায় উস্কানিমূলক মন্তব্য করায় কলকাতা হাই কোর্টে তাপস পালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সোমবার সেই মামলার শুনানির পর এই রায় দিল হাই কোর্ট। (বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে)

[দুপুর ৩টে ২০ মিনিট] মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই মাও পোস্টার পুরুলিয়ায়

মাও পোস্টারে ছাইল পুরুলিয়া। পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় মাও শহীদ সপ্তাহে জনসাধারণের সমর্থন চেয়ে পোস্টার দিল তারা। এদিকে ৩০ জুলাই পুরুলিয়ায় সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তার আগে প্রায় ৫০টি মাও পোস্টার পড়ায় উদ্বেগে প্রশাসন। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

[দুপুর ১টা ২২ মিনিট] হুগলিতে ছাত্রীর উপর অ্যাসিড হামলা।

হুগলির আরামবাগে এক ছাত্রীর উপর অ্যাসিড হামলা চালাল দুষ্কৃতীরা। ওই ছাত্রী যখন কলেজ যাচ্ছিলেন, তখন কয়েকজন যুবক বাইকে করে এসে এই ছাত্রীর উপর অ্যাসিড ছুঁড়ে মারে। ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

[সকাল ১১টা ৪৫ মিনিট] সংঘর্ষে জখম পুলিশকর্মী মারা গেলেন, তোপের মুখে অনুব্রত

অনুব্রত মণ্ডল বলেছিলেন, পুলিশকে দেখলে বোমা মারুন। দলের মস্তানরা তা অক্ষরে-অক্ষরে পালন করেছিল। ৩ জুন দুবরাজপুর থানার অন্তর্গত আউলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসেরতাদের বোমার আঘাতে জখম হয়ে দেড় মাস হাসপাতালে পড়ে থাকা পুলিশকর্মী অমিত চক্রবর্তী মারা গেলেন অবশেষে। এর জেরে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)

[সকাল ১০ টা ১৫ মিনিট] উত্তরাখণ্ডে ভারি বর্ষণের সতর্কতা, ধসে মৃত ৬

নৈনিতাল, চামোলি, চম্পাওয়াত, উত্তরকাশী, দেহরাদুনে ভারীবর্ষণের সতর্কতা জারি করা হল। পীথোড়াগড়ের পাংলায় রবিবার বর্ষণের জেরে ধস। আর সেই ধসে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। আহত হয়েছেন আরও ২।

[সকাল ১০ টা] ভারোত্তলনে ফের সোনা ভারতের

পুরুষদের ৭৭ কেজি ভারোত্তলনে ফের সোনা ভারতের। ভারতের হয়ে সোনা আনলেন সতীশ শিবলিঙ্গম। সোনা ছাড়াও এদিন ২টি রূপো ও ২টি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। মহিলাদের ডবল ট্র্যাপ শুটিংয়ে রূপো পেয়েছেন শ্রেয়সী সিং। পুরুষদের ৭৭ কেজি ভারোত্তলনে রূপো পেলেন রবি কাটুলু। পুরুষদের ডবল ট্র্যাপ শুটিংয়ে ব্রোঞ্জ পেয়েছেন মহম্মদ আসেব এবং মহিলাদের ৬৩ কেজি ভারোত্তলনে ব্রোঞ্জ পেলেন পুনম যাদব।

English summary
50 Maoist posters found in Purulia ahead of CM's visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X