For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে ভেঙে পড়ল আইএএফ চপার, ২ জনের মৃত্যুর আশঙ্কা

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে ভেঙে পড়ল আইএএফ চপার, ২ জনের মৃত্যুর আশঙ্কা
[সন্ধে ৬টা ২৩ মিনিট] কর্নাটকের বাসে ভাঙচুর শিবসেনার

বাসে কেন মারাঠি ভাষায় লেখা বোর্ড নেই, এই অভিযোগ তুলে কর্নাটক রাজ্য সড়ক পরিবহণ নিগমের একটি বাসে ভাঙচুর চালাল শিবসেনা সমর্থকরা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরে।

[বিকেল ৫টা ৫২ মিনিট] উত্তরপ্রদেশে ভেঙে পড়ল আইএএফ চপার

এবার উত্তরপ্রদেশের সীতাপুরে ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার (আইএফএ) চপার। সীতাপুরের আটারিয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি এখনও। তবে এই ঘটনায় ২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

[বিকেল ৪ টে ১০ মিনিট] তাপস পালের বিরুদ্ধে মামলা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

নদীয়ার নাকাশিপাড়ায় উসকানিমূলক মন্তব্য করায় তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক দল আইনজীবী। কিন্তু সেই মামলা গ্রহণই করল না শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টে একই বিষয়ে মামলা চলায় সর্বোচ্চ আদালত আপাতত এ নিয়ে এগোতে চাইল না। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)

[বিকেল ৪টে] ২৬/১১ মামলায় পাক ডেপুটি হাই কমিশনারকে তলব ভারতের

পাকিস্তানে ২৬/১১-র মুম্বই জঙ্গি হামলার বিচার বারবার মুলতুবি রাখা হচ্ছে, আর তাতে খুশি নয় ভারত। তাই পাক ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠাল ভারত। পাশাপাশি ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকের কার্যালয়ে এবিষয় জানতে চেয়েছে সেদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার।

[দুপুর ৩ টে] লখনউতে লাঠিচার্ড পুলিশের

সিয়া মুসলিমরা লখনউতে আজম খানের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল। ভাঙচুর করা হল সরকারি সম্পত্তি এর পর পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করল পুলিশ।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Lucknow: Shia muslims protest against Azam Khan, clash with police <a href="http://t.co/ueJGEvomYG">pic.twitter.com/ueJGEvomYG</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/492615266262462465">July 25, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

[সকাল ১১ টা ২০ মিনিট] ইউপিএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদ

দিল্লির মুখার্জিনগরে প্রতিবাদ শুরু করে ইউপিএসসি ছাত্ররা। ছাত্রদের দাবি, হিন্দি সহ আঞ্চলিক ভাষাগুলিকেও প্রাধান্য দেওয়া হোক পরীক্ষায়। তুলে দেওয়া হোক সিএসএটি পরীক্ষা। ছাত্ররা স্লোগান দিতে দিতে লোকসভার দিকে এগোচ্ছিল। মাঝপথেই আটকে দেয় পুলিশ।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Will protest peacefully,but won't end protest until our demand to cancel the CSAT exam is fulfilled : UPSC aspirant <a href="http://t.co/QOMiooOriF">pic.twitter.com/QOMiooOriF</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/492548275761729536">July 25, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

[সকাল ১০ টা ৩০ মিনিট] বর্ধমানে অ্যাসিড হামলায় ধৃত যুবক

বৃহস্পতিবার বর্ধমানে এক ছাত্রীর উপর অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় এক যুবক। অবশেষে খোঁজ মিলল তার। যুবকের নাম অয়ন শেখ। নীলপুর থেরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, পূর্ব পরিচয় ছিল ছাত্রীর সঙ্গে। সোস্যাল মিডিয়ায় আলাপ। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ওই যুবক। তবে কী কারণে এই অ্যাসিড হামলা তা এখনও জানতে পারেনি পুলিশ।

[সকাল ৯টা ৪০ মিনিট] ১৫তম কার্গিল দিবস পালন ভারতীয় সেনাবাহিনীর

১৫ বছর কেটে গিয়েছে। আজ দ্রাসে ১৫ তম কার্গিল দিবস পালন করছে ভারতীয় সেনা বাহিনী। শহীদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করলেন সেনা প্রধান বিক্রম সিং।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Drass Sector(Kargil): Army Chief Gen Bikram Singh pays tribute to Kargil martyrs <a href="http://t.co/zKhCmwM3tu">pic.twitter.com/zKhCmwM3tu</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/492519454094274560">July 25, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

[সকাল ৯টা] বৃহস্পতিবার মিঠুনকে জেরা করল ইডি, সারদার বিরুদ্ধে পাল্টা তোপ মিঠুনের

সারদাকাণ্ডে অভিনেতা এবং তৃণমূলের রাজ্যসভার সদস্য মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সারদাগোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মিঠুন। সারদাগোষ্ঠীর কী আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়ে জানতে চান ইডির তদন্তকারী অফিয়াররা। মিঠুন চুক্তির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন চুক্তি অনুযায়ী এখনও ২৪ লক্ষ টাকা তিনি সারদা গোষ্ঠীর কাছে পান। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)

[সকাল ৮টা ৫৩ মিনিট] ফের ছাত্রের উপর অত্যাচার, এবার কাঠগড়ায় সহপাঠীর মা

এক চতুর্থ শ্রেণীর ছাত্রের উপর নৃশংশ অত্যাচারের অভিযোগ উঠল। অভিযোগ উঠল ওই ছাত্রেরই এক সহপাঠীর মায়ের বিরুদ্ধে। ছেলের নামে নালিশ করাতেই এই অত্যাচার। ছাত্রটির মাথার মধ্যে পিন ফুটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগ দায়ের হয়েছে পার্ক স্ট্রিট থানা এলাকায়।

[সকাল ৮টা ৩০ মিনিট] কমনওয়েলথ প্রথম দিনেই ২টি সোনা সহ দিনে ৭ পদক ভারতের

বৃহস্পতিবার কমনওয়েলথ গেমস-এ ভারোত্তলন বিভাগে সোনা পেলেন ভারতের সঞ্জিতা খুমুকচাম চানু ও সুখেন দে। গ্লাসগোতে প্রথম দিনেই ২টি সোনা ছাড়া মোট ৭টি পদক পেল ভারত। সঞ্জিতার সঙ্গে মহিলাদের ৪৮ কেজি ভারোত্তলনে সাইখোম মীরাবাই চানু রূপো পেয়েছেন। এদিকে, পুরুষদের ৫৬ কেজি ভারোত্তলনে সুখেন দের পাশাপাশি জি মালি ব্রোঞ্জ পদক পেয়েছেন।

English summary
UPSC aspirants protest demanding scrapping of aptitude test.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X