For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির কটাক্ষের জবাব দিলেন সানিয়া মির্জা

Google Oneindia Bengali News

বিজেপির কটাক্ষের জবাব দিলেন সানিয়া মির্জা
(বিকেল ৫টা ৩১ মিনিট): ভেঙে পড়ল আলজেরিয়ার বিমান, মৃত ১১৬

আলজেরিয়ার স্থানীয় সংবাদসূত্রের খবর অনুযায়ী, নিখোঁজ হওয়া বিমানটি নাইজেরিয়ার কাছে ভেঙে পড়েছে। বিমানটিতে ১১০ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

(বিকেল ৫টা ৩০ মিনিট) : বোমাতঙ্কে মুম্বইয়ের বহুতল খালি করাল পুলিশ

মুম্বইয়ে মহালক্ষ্মী বহুতলে বোমা লুকানো হয়েছে খবর পায় পুলিশ। এরপরই শুরু হয় তল্লাশি। তবে নিরাপত্তার স্বার্থে খালি করিয়ে দেওয়া হয় বহুতল। পুলিশের একটি বড় বাহিনি রয়েছে ঘটনাস্থলে। রয়েছেন বম্ব স্কোয়াডের কর্মীরা। তল্লাশি অভিযান জারি রয়েছে।

(দুপুর ৩টে ৩০ মিনিট) : নৃশংস শিক্ষিকা পুূজা সিংয়ের বাড়ির হদিশ মিলল, পূজা এখনও অধরা

বুধবার কলকাতার লেকটাউনে সাড়ে তিন বছরের একটি শিশুকে পড়ানোর নাম করে গৃহশিক্ষিকার নৃশংস ভাবে মারধরের ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা দেশ। এর পর থেকেই পুলিশ অভিযুক্ত শিক্ষিকা পূজা সিংয়ের তল্লাসি শুরু করে। আজ বৃহস্পতিবার তার বাড়ির হদিশ মিলেছে। কিন্তু পুলিশ তার বাড়িতে গিয়ে দেখে তালা বন্ধ। এখনও অধরা পূজা সিং।

(দুপুর ৩টে) : আবার নিখোঁজ বিমান, এবার আফ্রিকায়

আলজেরিয়ার একটি বিমানের খোঁজ মিলছে না। বিমানটি ওড়ার ৫০ মিনিটের পরই এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। ওয়াগাডুগু থেকে আলজেরিয়াতে যাচ্ছিল বিমানটি।

(দুপুর ২টো ১৫ মিনিট) : বদায়ুঁর ছায়া এবার পশ্চিমবঙ্গের মেদিনীপুরে

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকায় এক ৭ বছরের শিশুকে গণধর্যণের অভিযোগ উঠল। গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় মিলল শিশুকন্যার মৃতদেহ।

(২টো ১০ মিনিট) : আমি ভারতীয় আছি, ভারতীয় থাকব : সানিয়া

তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়া নিয়ে সানিয়াকে বিঁধতে শুরু করেছে বিজেপি। তেলেঙ্গানার বিজেপি নেতা কে লক্ষ্মণ সানিয়াকে 'পাকিস্তানের বউমা' আখ্যা দিয়ে টিআরএস সরকারের সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলেছিলেন বুধবারই। বিজেপির বিরোধিতার জবাবে সানিয়া বললেন, আমি এখনও ভারতীয়। মৃত্যুর আগে পর্যন্ত মনে প্রাণে আমি ভারতীয়ই থাকব।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I strongly condemn any attempts by any person, whosoever, to brand me an outsider : Sania Mirza</p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/492228545008001025">July 24, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I am married to Mr. Shoaib Malik, who is from Pakistan. I am an Indian, who will remain an Indian until the end of my life : Sania Mirza</p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/492228433259143170">July 24, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


(দুপুর ২টো) : স্কুলবাসকে ট্রেনের ধাক্কা, তেলেঙ্গানায় মৃত ২৬ জনের মধ্যে ২৫ পড়ুয়া

তেলেঙ্গানায় রেলওয়ে ক্রসিংয়ে নান্দেদ প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একটি স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল ২৫ জন শিশুর। এই ঘটনায় বহু আহত হয়েছে বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মেদাক জেলার মাসিয়াপেট গ্রামের কাছে। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)

(দুপুর ১ টা ২০ মিনিট) : এনসেফেলাইটিস: এতদিন কি ঘুমোচ্ছিলেন, প্রশ্ন স্বাস্থ্য দফতরকে

সেই জানুয়ারি মাসে প্রথম এনসেফেলাইটিস ধরা পড়েছিল জলপাইগুড়িতে। তখনই কেন স্বাস্থ্য দফতর নড়েচড়ে বসেনি? তারা কি ঘুমোচ্ছিল? উত্তরবঙ্গে এনসেফেলাইটিসের প্রকোপ দেখতে এসে এমনই বললেন পুণে ও দিল্লির বিজ্ঞানীরা। (বিস্তারিত খবর জানতে ক্লিক করুন এখানে)।

(দুপুর ১২ টা) : পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নিলেন কেশরীনাথ ত্রিপাঠী

রাজভবনে আজ দুপুর ১২ টো নাগাদ রাজ্যপালের শপথবাক্য পাঠ করেন কেশরীনাথ ত্রিপাঠী। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের অস্থায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অশোক বন্দ্যোপাধ্যায়।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Keshari Nath Tripathi takes oath as new Governor of West Bengal <a href="http://t.co/6QQKMIhEC3">pic.twitter.com/6QQKMIhEC3</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/492229206999183360">July 24, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

(দুপুর ১২ টা) : মহানায়ক পুরস্কারে ভূষিত দেব, মহানায়িকার সম্মান মুনমুন সেনকে

আজ মহানায়ক উত্তমকুমারের ৩৫তম প্রয়াণ দিবসে মহানায়িকা পুরস্কার পাচ্ছেন মুনমুন সেন। বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এই খবর জানিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া, নজরুল মঞ্চে আজ সম্মানিত করা হবে আরও ৩৯ জনকে। (বিস্তারিত খবর জানতে ক্লিক করুন এখানে)।

<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/MamataBanerjeeOfficial/photos/a.367731583294189.87488.364551790278835/730368290363848/?type=1" data-width="466"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/MamataBanerjeeOfficial/photos/a.367731583294189.87488.364551790278835/730368290363848/?type=1">Post</a> by <a href="https://www.facebook.com/MamataBanerjeeOfficial">Mamata Banerjee</a>.</div></div>

English summary
Sania Mirza reacts to BJP jibe&#13; &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X