১৪ অগস্ট : সারাদিনের খবর একনজরে

দুপুর ২ টো ৩৫ মিনিট : বিমা ক্ষেত্রে সরকার তড়িঘড়ি বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ আনতে চাইছিল। এথন তা কমিটির কাছে যাওয়ায় খুশি, জানালেন ডেরেক ওব্রায়েন।
দুপুর ১২ টা ১৫ মিনিট : দেশজুড়ে সিবিআই কাণ্ডে তল্লাশি শুরু করল সিবিআই। ২৮টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তারা। ইতিমধ্যে প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদার, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এবং অসমের কংগ্রেস সাংসদ মাতং সিং ও তাঁর স্ত্রী মনোরঞ্জনা সিংয়ের বাড়ি ও অফিসে হানা দিল সিবিআই।
সকাল ১১টা ৪৫ মিনিট : আমির খানের পিকে ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করল আদালত।
সকাল ১০ টা ১২ মিনিট : মুম্বই থেকে ব্রাসেলসে যাওয়ার পথে আচমকা উচ্চতা হারাল জেট এয়ারওয়েজের বিমান। তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন বিমানচালক, সহ চালক ছিলেন ট্যাব নিয়ে ব্যস্ত। আর তার জেরেই এই বিপত্তি।
সকাল ৯ টা ৯ মিনিট : কসবায় আবাসিক স্কুলে অসুস্থ ৩০ ছাত্রী। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই ছাত্রীদের মাথায় কীটনাশক দেওয়া হয়েছিল। সেই ওষুধ খাবারে কোনওভাবে মিশে যাওয়ার ফলেই এই বিপত্তি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
সকাল ৯টা ৪ মিনিট : দিল্লি-ভোপাল জেট এয়ারওয়েজের বিমানের ইঞ্জিনে আগুন। বাতিল করা হয়েথে উড়ান। বিমানের ৮০ জন যাত্রীকেই নিরাপদে বের করে আনা হয়েছে।
সকাল ৯টা ২ মিনিট : মেন্ধার, পুঞ্চে ফের যুদ্ধ বিরতি লঙ্ঘন পাক সেনার। ৪ দিনে এই নিয়ে ৭৭ তম যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের।
সকাল ৯টা : কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।