For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিডল্যান্ড পার্কে সারদা কর্তার অফিসে তল্লাসি চালাচ্ছে সিবিআই

Google Oneindia Bengali News

 মিডল্যান্ড পার্কে সারদা কর্তার অফিসে তল্লাসি চালাচ্ছে সিবিআই
[বিকেল ৪টে ৫ মিনিট] মিডল্যান্ড পার্কে সারদা কর্তার অফিসে তল্লাসি চালাচ্ছে সিবিআই

গতকাল ১২ ঘন্টা তল্লাসি চালানোর পর আজ ফের সুদীপ্ত সেনের অফিসে হানা সিবিআই-এর। দুপুর থেকে চিরুণী তল্লাশি চালানো হচ্ছে সুদীপ্ত সেনের মিডল্যান্ড পার্কের অফিসে। এদিকে সারদাকাণ্ডে অভিযুক্ত ৬ জনকে আজ আদালতে তোলা হয়।

[দুপুর ৩টে ৪০ মিনিট] ন্যাশনাল হেরাল্ড মামলায় ৫ অগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিল্লি হাই কোর্টের

ন্যাশনাল হেরাল্ড মামলায় ৫ অগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিল দিল্লি হাই কোর্ট। ওই দিন ফের মামলার শুনানি হবে। ৭ অগস্ট সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল পাটিয়ালা হাউস কোর্ট। হাই কোর্ট সেই নির্দেশের ওপরই স্থগিতাদেশ দেয়। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)

[দুপুর ৩টে ৫ মিনিট] তাপস পাল মামলায় রায়দান ১৩ অগস্ট, বলল কলকাতা হাই কোর্ট

তাপস পাল মামলায় রায় দেওয়া হবে ১৩ অগস্ট। ততদিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। শুক্রবার এ কথা জানিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)

[দুপুর ১টা ০২ মিনিট] মালদহে রাষ্ট্রপতির সফর ঘিরে কংগ্রেসে কোন্দল, সফর বয়কর মৌসন নুরের

মালদহে একটি কলেজের দ্বারোদঘাটন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। সেই অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় নেই মোসম বেনজির নুরের নাম। এই অনুষ্ঠানে মালদহের বিশিষ্ট ব্যক্তি ও কংগ্রেস নেতাদের আমন্ত্রণ জানানো হলেও উত্তর মালদহের সাংসদ বেনজির নুরকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। অপমান করার জন্যই এই কাণ্ড ঘটনো হয়েছে এই অভিযোগ তুলে অনুষ্ঠান বয়কট করলেন বেনজির নুর।

[দুপুর ১২টা ৫০ মিনিট] পুণে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০

পুণে ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০। সরকারি তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ৫০ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। নতুন করে আরও ২২জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে বলেও সরকারি তরফে জানানো হয়েছে।

[দুপুর ১২টা ৪০মিনিট] দেশে ফিরলেন পদকজয়ী

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Delhi : Medal winning Indian Shooters arrive back from Glasgow CWG <a href="http://t.co/8ysXLfGdJQ">pic.twitter.com/8ysXLfGdJQ</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/495084137062363137">August 1, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

[সকাল ৯টা ৪৫ মিনিট] ডিসকাস থ্রোয়ে গৌড়া এবং কুস্তিতে যোগেশ্বর, ববিতার সোনা

গ্লাসগোয় অ্যাথলেটিকসে ভারতের প্রথম সোনা আনলেন বিকাশ শিব গৌড়া। পুরুষ বিভাগে ডিসকাস থ্রো-তে সোনা পেয়েছেন তিনি। এখনও পর্যন্ত গৌড়া দ্বিতীয় ভারতীয় অ্যাথলেট যিনি সোনার পদক জিতলেন। অন্যদিকে কুস্তিতে ৬৫ কেজি ফ্রিস্টাইল পুরুষ বিভাগে অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী যোগেশ্বর দত্ত ও ৫৫ কেজি ফ্রিস্টাইল মহিলা বিভাগে সোনা জিতলেন ববিতা কুমারি।

[সকাল ৯টা ৪০ মিনিট] বেলুড়ের কারখানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ

বেলুড় ভারত ব্লেড কারখানার ১৩৬ জন শ্রমিককে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। উৎপাদন কমে যাওয়ায় কারখানা লোকসানে চলছে তাই এই সিদ্ধান্ত। যদিও শ্রমিকদের দাবি, পুজোর আগে যাতে বোনাস দিতে না হয় তাই কোনও কারণ ছাড়াই ১৩৬ জন শ্রমিককে কর্মহীন করে দিল মালিকপক্ষ। আর এই নিয়েই বিক্ষোভে ফেটে পড়েন কারখানার শ্রমিকরা।

[সকাল ৮টা ৪০ মিনিট] কলকাতায় জাপানি এনসেফেলাইটিস রোগীর মৃত্যু

বৃহস্পতিবার থেকে কল্যাণীর নারায়ণ সরকার কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি ছিলেন। তাঁর রক্তে জাপানি এনসেফেলাইটিসের জীবাণু পাওয়া গিয়েছিল। গতকাল রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজে। আজ সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এখনও পর্যন্ত রাজ্যে এনসেফেলাইটিসে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৩৭। (বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে)

[সকাল ৮টা ৩০ মিনিট] রায়পুরে বিস্ফোরণে ৫ শ্রমিকের মৃত্যু

পুলিশের তরফে জানানো হয়েছে, আজ সকালে ছত্তিশগড়ের রায়পুরের একটি কারখানায় বিস্ফোরণের জেরে ৫ জনের মৃত্যু হয়েছে। রায়পুর থেকে ৪০ কিলোমিটার দূরে আভনপুর ব্লকের ছোটে উড়লা গ্রামের নবভারত ফিউজ কারখানায় এই ঘটনাটি ঘটেছে।

English summary
Latest News Update: August 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X