(ছবি) ৬ নভেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ৬ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ঘুমন্ত যুবককে খুন
মুর্শিবাদের নবগ্রামে বাড়িতে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করে খুন করল একদল দুষ্কৃতি। দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করল পুলিশ।

মুর্শিদাবাদে গলাকাটা শিশুর দেহ উদ্ধার
মুর্শিদাবাদের কান্দিতে শিশুকন্যার গলাকাটা বস্তাবন্দী দেহ উদ্ধার করল পুলিশ। নিখোঁজ থাকার পর রবিবার সকালে তার দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই খুন হতে পারে ওই শিশুকন্যা।

পাক গুলিতে নিহত সেনা জওয়ান
জম্মু-কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানের যুদ্ধবিরতির চু্ক্তি লঙ্ঘন করায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। কেজি সেক্টরে রবিবার সকাল ৭ টা থেকে গোলাগুলি শুরু করে পাকিস্তান।

বিস্ফোরক-সহ গ্রেফতার ২
শিলিগুড়ির প্রধাননবরে উদ্ধার শতাধিক ডিটোনেটর। বিস্ফোরক-সহ গ্রেফতার নেপালের দুই মাওবাদী। বিস্ফোরক বিক্রি করতেই তারা এসেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

গ্রেফতার আফ নেতা
আম আদমি পার্টির নেতা ঋতুরাজ গোবিন্দকে হেনস্থার অভিযোগে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

আইএসআইএস হুমকি
আল কায়েদার হুমকির পর একদিন কাটতে না কাটতেই এবার মার্কিন নির্বাচন নিয়ে হুমকি দিল জঙ্গি সংগঠন আইএসআইএস। মার্কিন গোয়েন্দা দফতর সূত্রে একদিন আগে জানানো হয় যে মার্কিন মুলুকে নির্বাচনের সময়ে নিউ ইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়ায় জঙ্গি হামলা চালাতে পারে আল কায়েদা। এবার একই হুমকি এল আইএসের তরফেও।

কিশোরীকে ধর্ষণ
শনিবার এক ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। ঘটনাটি ঘটেছে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেলে শুক্রবার রাতে। ঘটনার মূল অভিযুক্ত রেহানের সঙ্গে নিগৃহীতা কিশোরীর গত দেড় বছর ধরে সম্পর্ক ছিল।

আদিত্য পাঞ্চলির কারাদণ্ড
বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে একবছরের কারাবাসের নির্দেশ দিল মুম্বইয়ের এক নিম্ন আদালত। এক প্রতিবেশীকে হেনস্থা ও মারধরের অভিযোগে তাকে এই কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে।