For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২৬ নভেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

দেশ-বিদেশের নানা খবর, আপনার রাজ্য, জেলার খবর একঝলকে দেখে নিন এখানে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৬ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

জঙ্গিদের পকেট ফাঁকা

জঙ্গিদের পকেট ফাঁকা

মাওবাদী ও জঙ্গিদের হাতে কোনও অর্থ নেই। নোট বাতিলের ধাক্কায় বিচ্ছিন্নতাবাদীদের পকেটে টান পড়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

চিনে ভূমিকম্প

চিনে ভূমিকম্প

ভূমিকম্প অনুভূত হল চিনের জিনজিয়াং প্রদেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। এমনটাই জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট।

গোয়া হবে ক্যাশলেস সিটি

গোয়া হবে ক্যাশলেস সিটি

নোট বাতিলের ঘটনার পর গোয়াই হবে দেশের প্রথম ক্যাশলেস শহর। এমনটাই দাবি করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।

পাটনায় ধরনায় মমতা

পাটনায় ধরনায় মমতা

নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আগামী ২৬ নভেম্বর বিহারের পাটনায় ধরনায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একথা জানিয়েছেন দলের সহ সভাপতি মুকুল রায়।

মোহালিতে টসে জিতল ইংল্যান্ড

মোহালিতে টসে জিতল ইংল্যান্ড

মোহালিতে শুরু হল তৃতীয় টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টেয়ার কুক।

প্রয়াত কাস্ত্রো

প্রয়াত কাস্ত্রো

কিউবার মহান বিপ্লবী, সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রোর প্রয়াণ হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার হাভানায় স্থানীয় সময় গভীর রাতে প্রয়াত হয়েছেন এই মহান কমিউনিস্ট নেতা। প্রয়াণের খবর জানিয়েছেন তাঁর ভাই তথা কিউবার রাষ্ট্রপতি রাউল কাস্ত্রো।

পাক হুমকি

পাক হুমকি

পাকিস্তানি সেনার হত্যা করলে এবার আরও বড় মূল্য চোকাতে হবে ভারতকে। পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এমনই হুমকি দিয়েছেন ভারতকে উদ্দেশ্য করে। জানিয়েছেন, পাকিস্তানের একজন সেনাকে মারলে ভারতের তিনজন সেনাকে খুন করা হবে।

মনোহরের দাবি

মনোহরের দাবি

জওয়ান খুনের পরে সীমান্তে কড়া প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। আর এরপরই পাকিস্তান সরকার প্রায় হাতে-পায়ে ধরছে ভারত সরকারের। এমনটাই দাবি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকরের।

মোহালিতে প্রথম দিন ভারতের

মোহালিতে প্রথম দিন ভারতের

মোহালিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের দারুণ খেলল ভারত। অশ্বিনদের অসাধারণ বোলিংয়ের সুবাদে দিনের শেষে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ২৬৮। ক্রিজে আছেন আদিল রশিদ (৪) ও গ্যারেথ ব্যাটি (০)। দ্বিতীয় দিন ইংরেজ ব্যাটিংয়ের লেজ মুড়িয়ে তাড়াতাড়ি ব্যাট হাতে নামতে মরিয়া টিম কোহলি।

English summary
Latest News Update : November 26, 2016 in Pic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X