For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২৯ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৯ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অমরনাথ যাত্রায় ২ লক্ষ তীর্থযাত্রী

অমরনাথ যাত্রায় ২ লক্ষ তীর্থযাত্রী

কাশ্মীরে এবছর তীব্র অশান্তি সত্ত্বেও অমরনাথ যাত্রায় অংশ নিয়েছেন এখনও পর্যন্ত ২ লক্ষ ১০ হাজারেরও বেশি মানুষ।

তেলঙ্গানা সফরে মোদী

তেলঙ্গানা সফরে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৭ অগাস্ট প্রথমবার তেলঙ্গানা রাজ্য সফরে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

ফের কার্ফু কাশ্মীরে

ফের কার্ফু কাশ্মীরে

শ্রীনগরে বিচ্ছিন্নতাবাদীরা বিক্ষোভ করতে পারে বলে ফের কাশ্মীরের কয়েকটি জায়গায় কার্ফু বসানো হয়েছে।

প্রার্থীপদ গ্রহণ হিলারি ক্লিন্টনের

প্রার্থীপদ গ্রহণ হিলারি ক্লিন্টনের

হিলারি ক্লিন্টনকে ডেমোক্র্যাটদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। এদিন সেই প্রার্থীপদ গ্রহণ করলেন তিনি।

অমৃতসরে কেজরি

অমৃতসরে কেজরি

পাঞ্জাবের অমৃতসরে পৌঁছে জনসভা করে সমর্থনদের সঙ্গে যোগাযোগ সারলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনে বড় শক্তি হতে চলেছে আপ।

রাজনাথের পাক সফরকে সাধুবাদ ওমরের

রাজনাথের পাক সফরকে সাধুবাদ ওমরের

সার্ক সম্মেলনে যোগ দিতে আগামী ৭ অগাস্ট পাকিস্তানে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই পদক্ষেপকে সাধুবাদ জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

জঙ্গি বুরহানের নামে কবিতা বাজছে মসজিদের মাইকে

জঙ্গি বুরহানের নামে কবিতা বাজছে মসজিদের মাইকে

হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পরে অশান্ত হয়ে উঠেছে গোটা কাশ্মীর উপত্যকা। এবার সেখানকার এক মসজিদে বুরহানের নামে লেখা কবিতা মাইকে শোনানোর অভিযোগ উঠল।

বহুতল পড়ে মৃত ৯

বহুতল পড়ে মৃত ৯

পুণের কাছে একটি নির্মীয়মান বহুতল পড়ে গিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

অসমে বন্যা, যাচ্ছেন রাজনাথ

অসমে বন্যা, যাচ্ছেন রাজনাথ

অসমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সেখানে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

মমতার দেখা চেয়ে ব্যর্থ আরাবুল

মমতার দেখা চেয়ে ব্যর্থ আরাবুল

ভাঙড়ে এক তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে আরাবুল ইসলাম সহ ১৩ জনের বিরুদ্ধে। সেই সূত্রেই হোক অথবা অন্য কোনও কারণে, এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন আরাবুল ইসলাম। তবে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করেননি বলেই জানা গিয়েছে।

চিনকারা মামলায় ফের বিপদে সলমন খান

চিনকারা মামলায় ফের বিপদে সলমন খান

চিনকারা হরিণ হত্যা মামলায় রাজস্থান সরকার সলমনের বিরুদ্ধে আদালতে আবেদন করছে। এই বিষয়ে ৫ সদস্যের কমিটিও তৈরি করা হয়েছে। এই মামলাতেই যোধপুরের উচ্চ আদালত সলমনকে বেকসুর খালাস করেছে।

গ্রেফতার দয়াশঙ্কর

গ্রেফতার দয়াশঙ্কর

বিএসপি নেত্রী মায়াবতীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বহিঃষ্কৃত হওয়া বিজেপি সাংসদ দয়াশঙ্কর সিংকে গ্রেফতার করা হয়েছে।

English summary
Latest News Update : July 29 in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X