For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ১১ জুলাই : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১১ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অমল দত্তের শেষকৃত্য

অমল দত্তের শেষকৃত্য

প্রাক্তন ফুটবল কোচ অমল দত্তর আজ শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা শ্মশানঘাটে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অমল দত্তর মরদেহ নিয়ে যাওয়া হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল তাবুতে।

অমরনাথ যাত্রা

অমরনাথ যাত্রা

আজ, নিয়ে টানা তিনদিন স্থগিত রাখা হল জম্মু থেকে অমরনাথ যাত্রা। পুণ্যার্থীরা আশাবাদী খুব শীঘ্রই পরিস্থিতি অনুকুলে যাবে, এবং ফের শুরু হবে অমরনাথ যাত্রা।

সেনসেক্স ঊর্ধ্বমুখী

সেনসেক্স ঊর্ধ্বমুখী

৪০১.১০ পয়েন্ট বেড়ে সেনসেক্স সূচক দাঁড়াল ২৭৫২৮ এ। নিফটি ৮৪৩৯.৫৫।

বাবা রামদেব

বাবা রামদেব

কিছু লোক ধর্মের নামে অধর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জাকির নায়েক প্রসঙ্গে বললেন বাবা রামদেব।

আম অর্ঘ্য

আম অর্ঘ্য

গুজরাতের ভাদোদরায় আম উৎসব উপলক্ষে একটি মন্দিরে কৃষ্ণ ভগবানের কাছে প্রায় ২১,০০০ ঝুড়ি আম অর্ঘ্য দেওয়া হল।

কার্ফু অব্যাহত

কার্ফু অব্যাহত

বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে এখনও থমথমে জম্মু ও কাশ্মীর। কার্ফু পরিস্থিতি অব্যাহত।

অসমে বন্যা পরিস্থিতি

অসমে বন্যা পরিস্থিতি

অসমের জোরহাটে বন্যাপরিস্থিতি। বন্যা কবলিত এলাকার মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

ইউরো চ্যাম্পিয়ান

ইউরো চ্যাম্পিয়ান

অতিরিক্ত সময়ে এডারের গোলে ভর করে ইউরো ২০১৬-র চ্যাম্পিয়ন পর্তুগাল!

দেশে ফিরছে না নায়েক

দেশে ফিরছে না নায়েক

এখনই সৌদি আরব থেকে ফিরবে না জাকির নায়েক। জানা গিয়েছে, মদিনা থেকে চলবে পিস টিভির বক্তৃতা। জাকির নায়েক দেশে ফিরলেই গ্রেফতার করা হবে। সেই আভাস পেলেই সম্ভবত মত পরিবর্তন।

জঙ্গি দমনে রাজি সব পক্ষ

জঙ্গি দমনে রাজি সব পক্ষ

কাশ্মীর নিয়ে সরকার বিরোধী দু'পক্ষই সহমত পোষণ করেছে কোনওমতেই বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই মর্মে আলোচনাও হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর।

English summary
Latest News Update : July 11 in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X