(ছবি) ৯ অগাস্ট : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ৯ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বৃষ্টির সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে আজ মঙ্গলবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবারের পরে এদিন ফের বৃষ্টি হলে কলকাতা নতুন করে বানভাসী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অনশন ভাঙতে চলেছেন ইরম চানু শর্মিলা
আজ মঙ্গলবার নিজের ১৬ বছরের অনশন ভাঙতে চলেছেন ইরম চানু শর্মিলা। এতদিন ধরে আফস্পা আইন প্রত্যাহারের লক্ষ্যে লড়ছিলেন তিনি।

মধ্যপ্রদেশে মোদী
মধ্যপ্রদেশের আলিরাজপুরে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের জন্মভূমিতে গিয়ে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ত্রিপুরায় মমতা
দু'দিনের ত্রিপুরা সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আগরতলায় জনসভা করবেন তিনি।

আজ নামছে ভারত
আজ মঙ্গলবার সেন্ট লুসিয়ায় তৃতীয় টেস্টে নামছে বিরাট কোহলির ভারত। এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারত। আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে কোহলিরা।

ফের হেফাজতে অনিন্দ্য
ফের একবার জেল হেফাজতেই ঠাঁই হল বিধাননগর পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের পুরপিতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। তোলাবাজি ও হুমকির অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

কালিখো পুল মৃত
খোদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে উদ্ধার হল অরুণাচল প্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের দেহ। নিজের ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর দেহ। প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যাই করেছেন কালিখো পুল।

বুলন্দশহর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও ৩
উত্তরপ্রদেশের বুলন্দশহর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৩ জন। এই নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্বাধীনতা দিবসে জঙ্গি হামলা
১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন শহরে হামলা চালাতে পারে জঙ্গিরা। এই মর্মে সতর্ক করা হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশকে। স্বাধীনতা দিবসের দিন কয়েক স্তরে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে শহরকে।

অপরিবর্তিত রেপো রেট
রঘুরাম রাজন থাকাকালীন আরবিআইয়ের আগের রেপো রেট (৬.৫ শতাংশ) অপরিবর্তিত থেকেছে। এজন্য রাজনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

বিজেপির পাশে তৃণমূল!
তৃণমূলের সাহায্য নিয়েই সংসদে জিএসটি বিল পাশ করিয়েছে বিজেপি। একার ক্ষমতা তাদের ছিল না। ত্রিপুরার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কাশ্মীর নিয়ে সংসদে আলোচনা
বুধবার সংসদে কাশ্মীর ইস্যুতে আলোচনার জন্য তিনি তৈরি বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সকাল ১১টায় শুরু হতে পারে আলোচনা।