For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৯ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৯ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

চারধাম যাত্রা শুরু

চারধাম যাত্রা শুরু

কেদারনাথ, বদ্রীনাথ সহ চারধাম যাত্রা আজ উত্তরাখণ্ড থেকে শুরু হচ্ছে। এইজন্য নিজেদের ওয়েবসাইটও ফের জনসাধারণের জন্য খুলে দিয়ে যাত্রা কমিটি।

কেরলে সোনিয়ার সভা

কেরলে সোনিয়ার সভা

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কেরলের তিসার ও তিরুবনন্তপুরমে এদিন জনসভা করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

উত্তরাখণ্ড স্টিং অপারেশন

উত্তরাখণ্ড স্টিং অপারেশন

উত্তরাখণ্ড স্টিং অপারেশন নিয়ে এদিন সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেবেন না হরিশ রাওয়াত।

ফিলিপিন্সে ভোটাভুটি

ফিলিপিন্সে ভোটাভুটি

নয়া রাষ্ট্রপতি বেছে নেওয়ার জন্য এদিন ফিলিপিন্সে ভোট প্রক্রিয়া চলছে।

রাজ্যের মেডিক্যাল জয়েন্ট নিয়ে আদালতের রায়ের অপেক্ষা

রাজ্যের মেডিক্যাল জয়েন্ট নিয়ে আদালতের রায়ের অপেক্ষা

রাজ্যের মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা হবে কিনা, সে সম্পর্কে এদিনই চূড়ান্ত রায় দেওয়ার কথা সুপ্রিম কোর্টের। পড়ুয়াদের কথা ভেবে চলতি বছরের জন্য রাজ্যের তরফে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার আর্জিতে সায় দিয়েছে কেন্দ্র ও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়াও। তবে এদিন সর্বোচ্চ আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী।

বিধায়কের ছেলে এখনও ফেরার

বিধায়কের ছেলে এখনও ফেরার

গাড়ি ওভারটেক করার অপরাধে বিহারে মৃত কিশোরের খুনি হিসাবে অভিযুক্ত সংযুক্ত জনতা দলের বিধায়ক মনোরমা দেবীর ছেলে রকি যাদব এখনও ফেরার। ছেলেকে পালাতে সাহায্য করার অভিযোগে মনোরমা দেবীর স্বামী বিন্দি যাদবকে গ্রেফতার করেছে পুলিশ।

বিদ্রোহী কং বিধায়কেরা ভোট দেবেন না

বিদ্রোহী কং বিধায়কেরা ভোট দেবেন না

উত্তরাখণ্ডের বিদ্রোহী ৯ কংগ্রেস বিধায়কেরা আস্থা ভোটে অংশ নিতে পারবেন না। জানিয়ে দিল উত্তরাখণ্ডের উচ্চ আদালত।

মোদীজির ডিগ্রি পেশ অমিত শাহের

মোদীজির ডিগ্রি পেশ অমিত শাহের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য প্রকাশ সামনে আনলেনবিজেপি সভপতি অমিত শাহ এবং অরুণ জেটলি। গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মোদীর স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রি পেশ করেন তাঁরা। একইসঙ্গে মিথ্যা অভিযোগের জন্য আম আদমি পার্টির নেতাদের ক্ষমা চাইতে বলেন তাঁরা।

মহিলা মাওবাদী নিহত

মহিলা মাওবাদী নিহত

মহারাষ্ট্রের গড়চিরোলিতে এক মহিলা মাওবাদী সদস্যা পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

প্রত্যুষার মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি

প্রত্যুষার মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি

অভিনেত্রী প্রত্যুষার বন্দ্যোুপাধ্যায়ের মৃত্যুর ঘটনা তদন্ত করুক সিবিআই। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখে আর্জি বাবা-মায়ের।

এস পি ত্যাগীকে ফের জেরা

এস পি ত্যাগীকে ফের জেরা

অগস্তা ওয়েস্টল্য়ান্ড চপার দুর্নীতি নিয়ে এদিন ফের সিবিআই জেরার মুখোমুখি হলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী।

English summary
Latest News Update : 9 May in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X