৯ ফেব্রুয়ারি : সারাদিনের খবর একনজরে

দুপুর ২ টো ৪৫ মিনিট :
Kolkata : Burdwan blast accused produced in court. pic.twitter.com/utmUW5G9v1
— ANI (@ANI_news) February 9, 2015
দুপুর ২ টো ৪০ মিনিট: নীতিশ কুমার আমাদের মুখ্যমন্ত্রী হবে : শরদ যাদব।
দুপুর ২ টো ৩৯ মিনিট : মোহনবাগানের পদ ছাড়লেন সৃঞ্জয় বোস।
দুপুর ১ টা ৫৬ মিনিট : সংযুক্ত জনতা দল থেকে বের করে দেওয়া হল জিতনরাম মঞ্ঝিকে।
সকাল ১১ টা ৩৯ মিনিট : সোনারপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরও এক।
সকাল ১০ টা ৪৫ মিনিট :
350 account holders' assessment is done, the rest will be completed by 31st March: Arun Jaitley on black money case pic.twitter.com/6PbrWcyXUf
— ANI (@ANI_news) February 9, 2015
সকাল ১০ টা ৩২ মিনিট : কালো টাকা উদ্ধার: ৬০ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু, জানাল সূত্র।
সকাল ১০ টা ২২ মিনিট : উপাচার্যের ঘরের সামনে থেকে উঠল ঘেরাও। অবশেষ কাটল বিশ্বভারতীর অচলাবস্থা।
সকাল ৮ টা ৪৯ মিনি: আর এসপুরা সেক্টরে ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ পাকিস্তানের। রবিবার রাত সাড়ে ১১ টা থেকে হামলা শুরু করে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারাও।
সকাল ৮ টা ৩০ মিনিট : সল্টলেকের রেস্তোরাঁরার এক শ্যেফের মৃত্যুতে চাঞ্চল্য। পাতিপুকুরের রেললাইনের ধার থেকে উদ্ধার মৃতদেহ। যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িরই মালিকের নামেই এফআইআর।