(ছবি) ৮ অগাস্ট : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৮ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পশ্চিম আফ্রিকা মালিতে জঙ্গি হামলা
পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি এলাকায় জঙ্গি হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে। একটি হোটেলে ঢুকে নাগাড়ে গুলিবর্ষণ করে এই হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা। বেশ কয়েকজনকে পণবন্দিও করেছে বলে জানা গিয়েছে।

সাংবাদিকদের উপরে ফোঁস রাধে মা-র
সাংবাদিকদের প্রশ্নের সামনে না এঁটে উঠতে পেরে মেজাজ হারালেন গডম্যান 'রাধে মা'। প্রসঙ্গত দু'দিন আগেই রাধে মা-র কীর্তির ছবি ফাঁস করেছিলেন রাহুল মহাজন।

বিহার নির্বাচন
আসন্ন বিহার বিধানসভা নির্বাচন নিয়ে এদিন বিকেল ৫ টায় সাংবাদিকদের মুখোমুখি হবে ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকেরা।

রাষ্ট্রপতির স্ত্রী অসুস্থ
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় শুক্রবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। স্ত্রীকে দেখতে ওড়িশা সফররত প্রণববাবু তড়িঘড়ি দিল্লিতে ফিরে আসেন।

ছাত্র ধর্মঘট রাজ্য জুড়ে
শুক্রবার সবং কলেজে ছাত্র খুনের ঘটনায় সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে ছাত্র ধর্মঘট। কংগ্রেস ছাড়াও বাম ছাত্র সংগঠন ও ডিএসও একে সমর্থম করেছে।

বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে
জম্মু ও কাশ্মীরের উধমপুরে ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে।

উমা-অরবিন্দ সাক্ষাৎ
কেন্দ্রের জলসম্পদ উন্নয়নমন্ত্রী উমা ভারতী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিহার ও হিমাচলে নয়া রাজ্যপাল নিয়োগ
বিহার ও হিমাচল প্রদেশের রাজ্যপাল নির্বাচন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বিহারের রাজ্যপাল হলেন রাম নাথ কোবিন্দ ও হিমাচলের দায়িত্ব পেলেন আচার্য দেব ভ্রট।

জঙ্গি উসমান খানকে আশ্রয় দেওয়ায় গ্রেফতার
পাকিস্তানি জঙ্গি উসমান খানকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীরের পুলিশ।

কুমার বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
আম আদমি পার্টি নেতা কুমার বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক মহিলা।