For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৭ অগাস্ট : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু,৭ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মহিলা থানা

মহিলা থানা

গুরগাঁও : একটি বিশেষ মহিলা পুলিশ থানা শুরু হতে চলেছে। ২৬ জম মহিলা পুলিশ অফিসার দিয়ে রাখী পূর্নিমার দিন থেকে শুরু হবে এই থানার কাজ।

তাঁত দিবস

তাঁত দিবস

চেন্নাই প্রথম জাতীয় তাঁত দিবসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেসের প্রতিবাদ

কংগ্রেসের প্রতিবাদ

দলীয় সাংসদদের সাসপেনশনের দাবিতে আজ শুক্রবারও সংসদভবনের গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ বিক্ষোভ কার্যসূচী পালন করবে কংগ্রেস।

পাক সেনার হামলা

পাক সেনার হামলা

ফের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় সৌজিয়ান সেক্টরে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। ভোর রাত সাড়ে তিনটে থেকে ভারি গুলিবর্ষণ শুরু করে পাক সেনারা।

বিচারপতিকে হুমকি ফোন

বিচারপতিকে হুমকি ফোন

ইয়াকুব মেমনের ফাঁসির সাজা শোনানো বিচারপতি দীপক মিশ্রর কাছে প্রাণনাশের হুমকি। তার বাড়ির সামনে নিরাপত্তা আরও জোরদার করা হল।

হাইওয়েতে ধস

হাইওয়েতে ধস

মুম্বই পুণে এক্সপ্রেসওয়ের কাছে আদোশী সুরঙ্গে ধস। যদিও এই ঘটনায় কেউ আহত হননি।

দমদমে বোমাতঙ্ক

দমদমে বোমাতঙ্ক

দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ের অক্ষকে হুমকি ফোন। অধ্যক্ষকে হুমকি দেওয়া হয় পড়ুয়াদের ব্যাগে বোমা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্বস্কোয়াড। পডুয়াদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

ট্রেনে কাটা পড়ল ৬

ট্রেনে কাটা পড়ল ৬

মালদহের কাছে শতাব্দী এক্সপ্রেসের তলায় এসে কাটা পড়ল ৬ জন। এদের মধ্যে ৩ জন মহিলা ও ৩ জন শিশু।

ক্লাসের মধ্যেই পিটিয়ে ছাত্র খুন

ক্লাসের মধ্যেই পিটিয়ে ছাত্র খুন

সবং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে খুন করার অভিযোগ। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দিকে। কৃষ্ণপ্রসাদ ছাত্র পরিষদের সমর্থক ছিল। অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানবতার নিদর্শন

মানবতার নিদর্শন

প্যাকেটে মোড়া ১ লক্ষ ১৭ হাজার টাকা পেয়েও ফিরিয়ে দিলেন এক রিক্সা চালক। স্ত্রীর কথাতেই তিনি এমন কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি।

দেওয়াল চাপা পড়ে ৭ জনের মৃত্যু

দেওয়াল চাপা পড়ে ৭ জনের মৃত্যু

হরিয়ানার নারনাউলে দেওয়াল চাপা পড়ে ৭ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন রাষ্ট্রপতির

শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন রাষ্ট্রপতির

দেশের সমস্ত শিক্ষককে সম্মান জানাতে একদিনের জন্য ক্লাস নেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

ব্যাপম কাণ্ডে আরও ৩টি মামলা

ব্যাপম কাণ্ডে আরও ৩টি মামলা

মধ্যপ্রদেশের ব্যাপম কাণ্ডে আরও পাঁচ জনের বিরুদ্ধে ৩টি নয়া মামলা দায়ের করল সিবিআই।

সুষমাকে তোপ সনিয়ার

সুষমাকে তোপ সনিয়ার

ললিত মোদী বিতর্কে সুষমা স্বরাজকে 'ড্রামা কুইন' বলে তোপ দাগলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। রাহুল গান্ধীও সুষমা স্বরাজের কড়া সমালোচনা করেছেন।

English summary
Latest News Update : 7 August (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X