For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭ এপ্রিল : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

৭ এপ্রিল : সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৭ টা ৩৬ মিনিট :

সন্ধ্যা ৭ টা ২৮ মিনিট :

সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিট :

সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট :

সন্ধ্যা ৬ টা ২৫ মিনিট : সিউড়ি আদালতে ফের খারিজ হল সাত্তোর মামলার চার্জশিট৷ এই নিয়ে তিন বার সিউড়ি আদালত এই মামলার চার্জশিট খারিজ করল৷ গত ২৩ মার্চ সিআইডি অফিসার সুপ্রকাশ পট্টনায়ক এই মামলা তদন্তভার গ্রহণ করেন৷ এরপর আদালতে নতুন চার্জশিট পেশ করেন তিনি৷

সন্ধ্যা ৬ টা ০৮ মিনিট :

বিকেল ৫ টা ৫০ মিনিট : গত ২৩ সেপ্টেম্বর বীরভূমের কল্যাণপুরের বাসিন্দা এক কিশোরীর অপহরণ কাণ্ডের তদন্ত ভার সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট। ছ'মাস পরেও পুলিশ কিশোরীকে খুঁজতে ব্যর্থ, তাই সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত।

বিকেল ৫ টা ২২ মিনিট :

বিকেল ৪ টে ২০ মিনিট :

বিকেল ৪ টে :

বিকেল ৩ টে ৩০ মিনিট :

বিকেল ৩ টে ১০ মিনিট :

দুপুর ২ টে ৪০ মিনিট :

দুপুর ২ টো ০৫ মিনিট :

দুপুর ১ টা ৪৫ মিনিট : হুগলির ব্যান্ডেলে ভরদুপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি। ১৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ। ব্যাঙ্ক কর্মী ও গ্রাহকদের ভল্টে তালাবন্ধ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

দুপুর ১ টা ৩০ মিনিট :

দুপুর ১ টা :

দুপুর ১২ টা ২০ মিনিট :

দুপুর ১২ টা ৪ মিনিট :

দুপুর ১২ টা ৩ মিনিট : তামিলনাড়ুর চিত্তুরে পুলিশের গুলিতে মৃৃত ২০ জন চন্দনকাঠ পাচারকারি।

সকাল ১১ টা ৩৫ মিনিট : বেলঘড়িয়া সংঘর্ষ কাণ্ডে আগামীকাল সিপিআইএম ১২ ঘন্টা কামারহাটি বনধের ডাক দিল।

সকাল ১১ টা ২৫ মিনিট : তেলেঙ্গানায় নিহত ৫ জঙ্গি । তাদের মধ্যে একজন আইএসআই এজেন্টও রয়েছে।

সকাল ১১ টা ১৫ মিনিট : কাশ্মীরে বেড়াতে গিয়ে আটকে রাজ্যের ২৮ পর্যটক।

সকাল ১১ টা : বেলঘড়িয়া সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪।

সকাল ১০ টা ১৫ মিনিট :

সকাল ৯ টা ৩০ মিনিট : জমিবিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত জয়নগর। হাঁসুয়ার কোপে গুরুতর জখম ৪ জন। এখজনের অবস্থা আশঙ্কাজনক।

সকাল ৮ টা ৫৪ মিনিট : সকাল উচ্চমাধ্যমিকের ৯৯টি ওয়ার্ক এডুকেশনের খাতা গায়েব। কৃষ্ণনগর থেকে খাতা নিয়ে রানাঘাট যাচ্ছিলেন শিক্ষক। ট্রেন থেকে নেমে কেনাকাটা করেন। তারপর খেয়াল করেন দোকাম থেকে খাতাগুলি উধাও। কোনও মন্তব্য করেনি উচ্চশিক্ষা পর্ষদ।

সকাল ৮ টা : আজ আইপিএল ৮ এর উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠান হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

English summary
Latest News Update : April 7
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X