For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৬ জুলাই : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৬ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

নৌকাডুবি

নৌকাডুবি

মোরাদাবাদের ঢেলা নদীতে রবিবার নৌকাডুবিতে মৃত্যু হয়েছে ৩ জনের। নিখোঁজ ৩ ও আহত ২ জন।

তৃণমূল

তৃণমূল

টেলিভিশন সাংবাদিক অক্ষয় সিংয়ের মৃত্যুকে দুঃখজনক ও লজ্জাজনক বলে ব্যাখ্যা করলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। খুব শীঘ্রই তদন্তের পরবর্তী পর্যায়ে পৌছনো উচিত ও অভিযুক্তদের শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শোকমিছিল

শোকমিছিল

বারাণসীতে প্রয়াত টেলিভিশন সাংবাদিক অক্ষয় সিংয়ের অপরাধীদের বিচারের দাবিতে চলছে মোমবাতি হাতে শোকসভা।

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘণ

জম্মু ও কাশ্মীরের আরনিয়া সেক্টরে ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে হামলা পাক সেনার। গতকাল সন্ধ্যায় কুপওয়াড়ার নওগাম সেক্টরে পাক হামলায় মৃত্যু হয় ১ বিএসএফ জওয়ানের।

জয় বন্দ্যোপাধ্যায়

জয় বন্দ্যোপাধ্যায়

আগে চীন এবং পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রীকে ব্যবহার করত, যিনি 'মহিলা' ছিলেন, এখন সিংহ পেয়েছি আমরা ভারতীয় প্রধানমন্ত্রীর ভূমিকায়। বিতর্কিত মন্তব্য অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের।

মিরিক

মিরিক

ত্রাণের সামগ্রীতেই দিন চালাচ্ছেন মিরিকের বাসিন্দারা।

স্কুল না গোয়াল

স্কুল না গোয়াল

উত্তরপ্রদেশের বিল্লিয়ায় প্রাথমিক স্কুল গোয়াল ও গুদামঘরে পরিণত হয়েছে।

ব্যাপম কাণ্ড

ব্যাপম কাণ্ড

ব্যাপম কাণ্ডে টেলিভিশন সাংবাদিক ও কলেজের ডিনের পরে এবার মধ্যপ্রদেশে ট্রেনি সাব ইন্সপেক্টরের দেহ মিলল। আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রাজ্যপালের অপসারণের দাবি আরও জোরালো হল। অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে গৃহীত মামলা।

নিম্নমুখী স্টক মার্কেট

নিম্নমুখী স্টক মার্কেট

ত্রাণে গ্রীস 'না' বলাতেই ভারতীয় শেয়ার, বন্ড এমনকী এশিয় স্টকেরও দাম পড়তে শুরু করেছে।

প্রধানমন্ত্রীর সফর

প্রধানমন্ত্রীর সফর

ছয় দেশীয় সফরে উজবেকিস্তানের তাস্কেনের জন্য রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পিতৃপরিচয় আবশ্যক নয়

পিতৃপরিচয় আবশ্যক নয়

এবার থেকে সন্তানের ক্ষেত্রে পিতৃপরিচয় আবশ্যক নয়, মায়ের পরিচয়ই যথেষ্ট। এদিন এমনই যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট।

যৌন আসরে হানা

যৌন আসরে হানা

কানপুরে এক যৌন আসরে হানা দিয়ে ৯ জন মহিলা ও ৫ জন পুরুষকে গ্রেফতার করল পুলিশ।

ব্যাপমে সিবিআই নয়

ব্যাপমে সিবিআই নয়

ব্যাপম কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের প্রয়োজন নেই, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

পল্লবীর পদত্যাগ

পল্লবীর পদত্যাগ

পুনে এফটিআইআই ছাত্রদের পাশে দাঁড়িয়ে চেয়ারম্যান হিসাবে গজেন্দ্র সিং চৌহানের নিয়োগের প্রতিবাদ করতে সেখানকার শিক্ষকের পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী পল্লবী জোশী।

ব্যাপমের নিন্দায় মমতা

ব্যাপমের নিন্দায় মমতা

মধ্যপ্রদেশে হওয়া ব্যাপম কেলেঙ্কারির তীব্র নিন্দা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Latest News Update :6 July (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X