For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩১ মার্চ : সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

৩১ মার্চ : সারাদিনের খবর একনজরে

বিকেল ৭ টা ১৫ মিনিট : রাজনাথ সিংয়ের পশ্চিমবঙ্গ সফর নিয়ে একের পর এক টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিকেল ৫ টা ৫০ মিনিট : রানাঘাট কাণ্ড প্রসঙ্গে সিআইডির সঙ্গে যোগাযোগ করল পাঞ্জাব পুলিশ। জানাল অভিযু্ক্তদের সঙ্গে মুখের মিল আছে এমন কয়েকজনের খোঁজ মিলেছে পাঞ্জাবে।

বিকেল ৫ টা ৪০ মিনিট :

বিকেল ৫ টা ৩০ মিনিট : সদ্য প্রকাশিত আইসিসি ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। ছয় নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। এছাড়া প্রথম দশজনের মধ্যে রয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি আট নম্বর স্থানে রয়েছেন। আজ আইসিসি ওই তালিকা প্রকাশ করেছে।

বিকেল ৪ টে ২৫ মিনিট :

বিকেল ৪ টে :

বিকেল ৩ টে ৪০ মিনিট : রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। জেলে গিয়েই তাঁকে জেরা করা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। আগামী ৯ এপ্রিল ফের তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিকেল ৩ টে ৩০ মিনিট : লোহাপুর থেকে ৮ জনের একটি ডাকাতদলকে গ্রেফতার করল পুলিশ। দলটিতে সিভিক পুলিশের সদস্য রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দলটির সদস্যরা মালদহ ও মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

দুপুর ২ টো :

দুপুর ১ টা ১০ মিনিট :

দুপুর ১২ টা ৪৫ মিনিট :

দুপুর ১২ টা ২০ মিনিট :

দুপুর ১২ টা ০২ মিনিট : বাবরি মসজিদ মামলায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি সহ ২০ জনের বিরুদ্ধে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। (বিস্তারিত...)

সকাল ১১ টা ৫০ মিনিট :

সকাল ১১ টা ১৫ মিনিট : কাশ্মীরের বন্যায় কেন্দ্রীয় সরকার সবসময় পাশে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদকে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সকাল ১০ টা ৩৫ মিনিট :

সকাল ১০ টা ২০ মিনিট : আজ ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে। বিক্ষোভ ঠেকাতে আদালতের বাইরে কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

সকাল ১০ টা ১৫ মিনিট : আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি সুরক্ষা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর।

সকাল ১০ টা ১০ মিনিট :

সকাল ১০ টা : বন্যা কবলিত ভূস্বর্গে মৃতের সংখ্যা প্রায় ত্রিশের কাছাকাছি পৌঁছেছে। রাতভর বৃষ্টিতে ধসে গেছে প্রচুর কাঁচা বাড়ি। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামি কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে জম্মু কাশ্মীরে।

সকাল ৯ টা ৩০ মিনিট : দক্ষিণ আমেরিকার পেরু ও চিলিতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য।

সকাল ৮ টা ৫৫ মিনিট :

সকাল ৮ টা ৩০ মিনিট : সোয়াইন ফ্লুয়ে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ৪,৪৮০ ছাড়িয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

English summary
Latest News Update: 31 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X