For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৩০ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৯ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পথ দুর্ঘটনা

পথ দুর্ঘটনা

গুরগাঁওয়ে ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। ৮ জন আহত।

করভা চউথ

করভা চউথ

আজ করভা চউথ। করভা চউথ উপলক্ষে মহিলারা হাতে মেহেন্দি লাগিয়ে প্রস্তুত হচ্ছেন।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

আজ বিহারে গোপালগঞ্জ ও মুজাফ্ফরপুরে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ছোটা রাজন

ছোটা রাজন

বৃহস্পতিবার রাতে জেলে অন্যান্য বন্দীরা দুর্ব্যবহার করায় শুক্রবার ছোটা রাজনকে ডেনপাসার থানার (বালি) অন্যে সেলে স্থানান্তরিত করা হয়েছে।

শ্যামের উক্তি

শ্যামের উক্তি

জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়ে দেশকে অপমান করছেন শিল্পীরা, এমনটাই মনে করেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।

কলকাতায় বিফ খেয়ে প্রতিবাদ

কলকাতায় বিফ খেয়ে প্রতিবাদ

কলকাতায় আছড়ে পড়ল 'বিফ ব্যান' বিতর্ক। 'ভাষা ও চেতনা' নামে এক সমিতির উদ্যোগে শহরের রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে প্রতিবাদ জানালেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও তৃণমূলপন্থী কবি সুবোধ সরকার।

দয়ানিধিকে হেফাজতে চায় সিবিআই

দয়ানিধিকে হেফাজতে চায় সিবিআই

টেলিকম দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী দয়ানিধি মারানকে হেফাজতে নিতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল সিবিআই।

সর্দারদের নিয়ে জোকস আর নয়!

সর্দারদের নিয়ে জোকস আর নয়!

সর্দারদের উপরে করা জোকস নিষিদ্ধ হতে পারে। পঞ্জাবি শিখ সম্প্রদায়কে হেয় করছে এইসব জোকস। এই দাবি জানিয়ে এক মহিলা আইনজীবী এমন জোকসের উপর নিষেধজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বে এই জনস্বার্থ মামলা শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

জাতীয় পুরস্কার ফেরাবেন না বিদ্যা

জাতীয় পুরস্কার ফেরাবেন না বিদ্যা

জাতীয় পুরস্কার ফেরত দেবেন না, সাফ জানিয়ে দিলেন বিদ্যা বালন। দেশ তাঁকে এই পুরস্কার দিয়েছে। ফলে তা ফিরিয়ে দেওয়ার প্রশ্নই নেই। এমনটাই জানিয়েছেন বিদ্যা।

ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত্যুদণ্ড

ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত্যুদণ্ড

২০১৪ সালের জানুয়ারিতে মুম্বইয়ে এক টিসিএস কর্মী তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মুম্বইয়ের আদালত চন্দ্রভান সানাপ (৩৯) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল।

English summary
Latest News Update : 30 October (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X