For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ মার্চ : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

৩০ মার্চ : সারাদিনের খবর একনজরে

বিকেল ৫ টা ৪৫ মিনিট : তৃণমূলের আর্জি খারিজ করল রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটের সময়সীমা ৩ টে থেকে বাড়িয়ে ৫টা করার আর্জি জানিয়েছিল তৃণমূল। সোমবার সে আর্জি খারিজ করেছে রাজ্য কমিশন।

দুপুর ৪ টে ১৫ মিনিট : মার্কশিট বিতর্কে বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

দুপুর ৪ টে ৩ মিনিট : বাজেট অধিবেশন ঘিরে উত্তপ্ত হাওড়া পুরসভা। সিমিএম কাউন্সিলরকে ধাক্কা দেওয়ার অভিযোগ।

দুপুর ৩ টে ৫ মিনিট : খাগড়াগড় কাণ্ডে চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে নাম রয়েছে ২১ জনের, যাদের মধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে, ৮ জন পলাতক। ভারতে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে সন্ত্রাস হামলা চালানোর লক্ষ্য ছিল নিষিদ্ধ জামাত-উল-মুজাহিদিন-এ। খাগড়াগড়ের পিছনে হাত ছিল জেএমবি-রই। চার্জশিটে দাবি এনআইএ-র।

দুপুর ২ টো ৩০ মিনিট : আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পদ্ম পুরস্কার তুলে দেন মান্যগণ্য ব্যক্তিদের হাতে।

দুপুর ২ টো :

দুপুর ১ টা ১০ মিনিট: আগামী ২৪ ঘন্টার মধ্যে এমপিএস-এ সমস্ত অফিস -রিসোর্ট বন্ধেপ নির্দেশ দিল হাইকোর্ট। এই নির্দেশ দেওয়া হয়েছে ডিজিকে।

দুপুর ১২টা ৪৭ মিনিট :

দুপুর ১২ টা ২৭ মিনিট :

দুপুর ১২ টা ১৫ মিনিট :

দুপুর ১২ টা ১ মিনিট :

সকাল ১১ টা ৩৫ মিনিট : আজ মদন মোহন মালব্যকে প্রদান করা হবে মরণোত্তর ভারতরত্ন সম্মান।

সকাল ১১ টা ৩০ মিনিট : ২৬০০ অ্যাকাউন্ট খোলার আবেদন জানিয়েছিল রোজ ভ্যালি। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল গৌতম কুণ্ডুর আবেদন। জানিয়ে দেওয়া হল আগামী ৩ মাস খোলা যাবে না রোজ ভ্যালির কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সম্পত্তি অ্যাটাচে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়। ইডি কার্যকরী ভূমিকা না নিলে ৩ মাস পরে ফের ভেবে দেখবে হাইকোর্ট।

সকাল ১১ টা ১৫ মিনিট : সারদা কাণ্ডে ফের জেনাইটিস কর্তা শান্তনু ঘোষকে জেরা সিবিআই-এর। তলবে পেয়ে সকালেই সিবিআই দফতরে শান্তনু ঘোষ।

সকাল ১০ টা ৪৬ মিনিট : বিহারে বোর্ডের পরীক্ষায় টুকলির ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবিভিপির।

সকাল ১০ টা ২০ মিনিট :

সকাল ১০ টা ৪ মিনিট :

সকাল ৯ টা ৫ মিনিট : বিপদসীমার উপর দিয়ে বইছে ঝিলাম নদী, কাশ্মীরে বন্যা পরিস্থিতি ঘোষণা কেন্দ্রের। (বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে)

সকাল ৮ টা ৫২ মিনিট : রবিবার প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন ৫৯ ওয়ার্ডের তৃণমূল নেত্রী জলি বসু।

সকাল ৮ টা ৪৩ মিনিট : মালদহের গাজালে আলুচাষির আত্মহত্যা। ঋণের টাকা মেটাতে না পেরে আত্মহত্যা।

সকাল ৮ টা ৪০ মিনিট : হুগলিতে পৌছলেন বিজেপির প্রতিনিধি দল। কথা বললেন সিঙ্গুরের আলুচাষিদের সঙ্গে।

সকাল ৮ টা ৩০ মিনিট : রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে বাবুল সুপ্রিয়র ছবি ঘিরে বিতর্ক। দূর্গাপুরে রোজভ্যালির হোটেল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়। বাবুল জানিয়েছেন, "অনুষ্ঠানের জন্য টাকা নিয়েছি, টিডিএসও কাটা হয়েছে। তদন্তের স্বার্থে সবরকমের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। শিল্পী-প্রযোজকের সম্পর্কের বেশি কিছু না।"

English summary
Latest News Update: 30 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X