(ছবি)৩ জুন : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৩ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

প্রতিরক্ষা
মার্কিন প্রতিরক্ষা সচিব আজ দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

তসলিমা নাসরিন
মার্কিন যুক্তরাষ্ট্রেই ফিরে গেলেন তসলিমা নাসরিন।

ম্যাগি কাণ্ড
ম্যাগি কাণ্ডে এবার নেসলে আধিকারিকদের সমন দিল দিল্লি সরকার।

অশান্ত গ্রামে বিজেপি নেতারা
আজ আকোনা গ্রামে যাচ্ছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এখানে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

পথদুর্ঘটনা
এজেসি বোস রোডের উড়ালপুলে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত ২ বাইক আরোহী। এসএসকেএম হাসপাতালে মৃত্যু আর এক জনের।

প্রয়াত বিজয়া রায়
সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় প্রয়াত হলেন। ভেন্টিলেশনে ছিলেন তিনি। বিজয়া রায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহিলা খুন
গিরিশপার্কের পরে এবার বাগুইআটির অশ্বিনীনগরের বাড়ি থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। এক্ষেত্রে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই মনে করছে পুলিশের।

গ্রেফতার
গিরিশ পার্কে মহিলা খুনের ঘটনায় মূল অভিযুক্ত আলম আলিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের জেরার মুখে খুনের আগে মহিলার সঙ্গে সহবাসের কথা স্বীকার করে নিয়েছে আলম। তবে খুনের মোটিভ নিয়ে এখনও ধন্দ রয়েছে।

পুলিশের মাথা ফাটল
হুগলির পাণ্ডুয়ায় আক্রান্ত পুলিশ। মত্ত যুবকদের আঘাতে মাথা ফাটল এএসআই-এর। প্রকাশ্যে মদ খেতে বাধা দেওয়াতেই চড়াও হয় উন্মত্ত যুবকেরা। জখম এএসআই সহ ৩ পুলিশকর্মী। এই ঘটনায় ৩ জনতে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি
মাত্রাতিরিক্ত এমএসজি ও সীসা পাওয়া গিয়েছে পরীক্ষায়। ফলে রাজধানী দিল্লিতে ১৫ দিনের জন্য বন্ধ হল ম্যাগির বিক্রি।

রাজস্থান
রাজস্থানে শুরু হল মেট্রোর পথ চলা৷ এদিন রাজ্যে আনুষ্ঠানিকভাবে মেট্রোর উদ্বোধন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া৷ ফলে কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর পর জয়পুর পঞ্চম রাজ্য হিসাবে মেট্রো চালু করল৷

অন্ধ্রপ্রদেশ
অন্ধ্রপ্রদেশের মহিলা ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী পি সুজাতার বাড়ির বাইরে মিলল ১০ লক্ষ টাকা নগদ ভর্তি ব্যাগ।

উত্তর ২৪ পরগনা
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি মিশনারী স্কুলে ভাঙচুরের ঘটনা ঘটল। ঘটনার জেরে এফআইআর দায়ের করেছে পুলিশ।

শিবসেনা
জম্মু ও কাশ্মীর সীমান্তে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করায় পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে ভারতেরও যুদ্ধবিরতি লঙ্ঘন করা উচিত বলে দলীয় মুখপত্র সামনা-য় মতপ্রকাশ করল শিবসেনা।