For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৩ অগাস্ট : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু,৩ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

শ্রাবণ

শ্রাবণ

শ্রাবণের প্রথম সোমবার হরিদ্বারের মন্দিরে শিব ঠাকুরকে পুজো দেওয়ার ধূম ভক্তদের।

প্রতিবাদ মিছিল এফটিআইআই পড়ুয়াদের

প্রতিবাদ মিছিল এফটিআইআই পড়ুয়াদের

আজ দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদে বসবেন এফটিআইআই পড়ুয়ারা। যন্তরমন্তর থেকে প্রতিবাদ মিছিল যাবে সংসদের সামনে পর্যন্ত জানালেন এফটিআইআই ছাত্র অ্যাসোসিয়েশনের রাকেশ শুক্লা।

সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ সকাল সাড়ে ন'টা নাগাদ কংগ্রেসের সংসদীয় সদস্যদের সামনে বক্তব্য রাখবেন।

বন্যা

বন্যা

পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮। নিম্নচাপ দুর্বল হলেও আজও রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ঘোরালো হবে বলে অনুমান।

দিল্লিতে বিশেষ বিধানসভা অধিবেশন

দিল্লিতে বিশেষ বিধানসভা অধিবেশন

রাজধানীর মহিলা নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করতে বিশেষ দিল্লি বিধানসভা অধিবেশন হতে পারে আজ।

পাকিস্তান

পাকিস্তান

১৬৩ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্ত করা হল পাকিস্তানের মালির জেল থেকে। আজই ওয়াঘা সীমান্তে পৌঁছবেন তাঁরা।

নিখোঁজ সাংবাদিক

নিখোঁজ সাংবাদিক

উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক চয়ন সরকার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন। শলশলাবাড়ির কাছে তাঁর বাইক ও মানিব্যাগ মিলেছে। সূত্রের খবর তৃণমূলের টাকা তোলা বিরুদ্ধে খবর করার পর থেকে তাঁকে ও তাঁর পরিবারকে নানাভাবে হেনস্থা করে স্থানীয় তৃণমূল। গত ২৮ জুলাই চয়নের বাড়ি ভাঙচুরও হয়েছে। আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

টালায় বিস্ফোরণ

টালায় বিস্ফোরণ

টালার পাইপে কৌটোবোমার বিস্ফোরণে আহত ৪ বছরের শিশু। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে লালবাজারের বম্বস্কোয়াড।

সাসপেন্ড ২৭ কংগ্রেস সাংসদ

সাসপেন্ড ২৭ কংগ্রেস সাংসদ

লোকসভায় হট্টগোলের জন্য ২৭ জন কংগ্রেস সাংসদকে ৫ দিনের জন্য সাসপেন্ড করলেন অধ্যক্ষা সুমিত্রা মহাজন। এমন ঘটনা নজিরবিহীন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কংগ্রেসের পাশে আপ, তৃণমূল

কংগ্রেসের পাশে আপ, তৃণমূল

কংগ্রেসের সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে ৫ দিন সংসদ বয়কট করবে আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেস।

এফটিআইআই ছাত্ররা কেজরী সমীপে

এফটিআইআই ছাত্ররা কেজরী সমীপে

পুনে এফটিআইআইয়ে গজেন্দ্র চৌহানের নিয়োগের বিরুদ্ধে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আগামিকাল দেখা করবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে।

English summary
Latest News Update : 3 August (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X