(ছবি) ২৮ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৮ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অনুপম উবাচ
কাশ্মীরি পণ্ডিতদের নিজেদের অধিকারের লড়াই লড়তে বললেন বলিউড অভিনেতা অনুপম খের। বিশেষ করে তাদের পুনর্বাসন সুনিশ্চিত করা ও কাশ্মীরি ভাষার প্রসারের কথাও বলেছেন তিনি।

মোদীর পাক সফরকে স্বাগত অনুরাগের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরকে স্বাগত জানালেন বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর।

মহিলা পুলিশ বাড়ছে দিল্লিতে
দিল্লি পুলিশে মহিলার সংখ্যা শতকরা ৯ শতাংশ। এই অনুপাত বাড়িয়ে ৩৩ শতাংশ করার সুপারিশ গেল কেন্দ্রের কাছে।

প্রবীণের দাবি
পাকিস্তান এদেশে জঙ্গি ঢোকানো বন্ধ করলে তবেই মোদীর পাক সফরকে স্বাগত জানানো উচিত বলে মনে করেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়া।

কাবুল বিমানবন্দরে হামলা তালিবানদের
আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরের কাছে আত্মঘাতী বিস্ফোরণে একজনের মৃত্যু। ঘটনার দায় স্বীকার করল তালিবান জঙ্গিরা।

কীর্তির পণ
আমি খেলোয়াড় এবং চাই খেলা থেকে দুর্নীতি দূর হোক। ডিডিসিএ বিতর্কে এমন মন্তব্য করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার কীর্তি আজাদ।

হায়দ্রাবাদে নাদেল্লা
মাইক্রসফট সিইও সত্য নাদেল্লা হায়দ্রাবাদে এলেন ও মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করলেন।

কেজরির দাবি
ডিডিসিএ নিয়ে দিল্লি সরকার যে তদন্ত করেছে তাতে কাউকে ক্লিনচিট দেওয়া হয়নি। এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আইএসআই চর সন্দেহে গ্রেফতার জওয়ান
আইএসআইয়ের চর সন্দেহে এক প্রাক্তন জওয়ানকে গ্রেফতার করা হল রাজস্থান থেকে।

মদনকে জেরা সিবিআইয়ের
আলিপুর জেলে গিয়ে মদন মিত্রকে জেরা করল সিবিআই। শঙ্কুদেব পণ্ডাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি প্রশ্ন তালিকাকে সামনে রেখেই জেরা বলে জানা গিয়েছে।

সন্ত্রাসবাদীদের জন্য কল সেন্টার
সন্ত্রাসবাদীদের জন্য কল সেন্টার চালু করল মুম্বই মামলার মূল চক্রী হাফিজ সঈদ। জঙ্গিদের জন্য মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছে।