For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৭ মার্চ: সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

২৭ মার্চ: সারাদিনের খবর একনজরে

রাত ৮ টা :

সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট :

বিকেল ৫ টা ২৫ মিনিট :

বিকেল ৫ টা ১৫ মিনিট : রানাঘাটকাণ্ডে অন্যতম চক্রী ও লিঙ্কম্যান গোপাল সরকারের চোদ্দ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল রানাঘাট আদালত।

বিকেল ৫ টা ০৫ মিনিট :

বিকেল ৪টে ৪৫ মিনিট :

বিকেল ৪ টে ২০ মিনিট : ১৮ ও ২৫ এপ্রিল রাজ্যে পুরভোট। ওই দুদিন সরকারি দপ্তরগুলি ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি পরে প্রকাশিত হবে।

দুপুর ৩ টে ১৬ মিনিট : বর্ধমানের কেতুগ্রামে তৃণমূল প্রার্থী খুন। অভিযোগের তীর সিপিআইএম-এ দিকে।

দুপুর ৩ টে ২ মিনিট : অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে পৌছলেন নীতিশ কুমার।

দুপুর ২ টো ৩ মিনিট :

দুপুর ১ টা ৪৮ মিনিট : খাগড়াগড় কাণ্ডে আজ চার্জশিট দেওয়া হচ্ছে না। টেকনিক্যাল কারণেই আজ চার্জশিট নয় বলে জানিয়ে দিল এনআইএ।

দুপুর ১টা ২০ মিনিট : নীলসাদা রং করালো কর ছাড় দেওয়ার প্রস্তাবের পিছনে রাজ্যসরকারের কী যুক্তি জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

দুপুর ১ টা ৫ মিনিট : শুরু হল আপ নেতা যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণের সাংবাদিক সম্মেলন।

দুপুর ১২ টা ২৪ মিনিট:

দুপুর ১২ টা ২ মিনিট : পুরভোট: ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিতে পারল না বিজেপি। এই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রাক্তন নেতা মানস করকে দাঁড় করিয়েছিল বিজেপি। কিন্তু রাজ্য নেতৃত্বকে না জানিয়েই নিজের মনোনয়ন প্রত্যাহার করেন মানস কর। এই প্রসঙ্গে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "মানস আমাদের সক্রিয় কর্মী ছিল। ভুল করে বিজেপিতে গিয়েছিল। কিন্তু যখন বুঝেছে রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই, তখন আবার ফিরে এসেছে দলে।" এই ঘটনায় চরম বিড়ম্বনায় বিজেপি নেতৃত্ব।

সকাল ১১ টা ৩৭ মিনিট : অস্ট্রেলিয়ার কাছে ভারত হারায় খুশি পরিচালক রামগোপাল বর্মা। টুইট করে জানালেন নিজেই।

সকাল ১১ টা ২৬ মিনিট :

সকাল ১১ টা ৪ মিনিট : চিটফান্ড কান্ডে ফের তল্লাশি অভিযান শুরু। আজ শুক্রবার শহরের ১০ জায়গায় চিটফান্ডের অফিসগুলিতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সকাল ১০ টা ২০ মিনিট : সিজিও কমপ্লেক্সের বাইরে রোজ ভ্যালির কর্মীদের প্রতিবাদে বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে ধিক্কার স্লোগানে উত্তেজনা এলাকায়।

সকাল ১০ টা ১৩ মিনিট : খাগড়াগড় কাণ্ডে আজ প্রথম চার্জশিট দিতে চলেছে এনআইএ। চার্জশিটে থাকতে চলেছে ২৯ জনের নাম।

সকাল ৯ টা ৪৩ মিনিট :

সকাল ৯ টা ২৮ মিনিট :

সকাল ৯ টা ২৩ মিনিট :

সকাল ৯ টা ৫ মিনিট : ইডি দফতরে আনা হল গৌতম কুণ্ডুকে। আজ ফের জেরা করা হবে রোজভ্যালি কর্ণধারকে। আগামী ১৫ দিনের মধ্যে এই মামলায় চার্চশিট জমা দিতে পারে ইডি।

সকাল ৮ টা ৪৫ মিনিট : দূর্গাপুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বেসরকারি প্যারা মেডিক্যাল কলেজের ছাত্রী তিনি। হোস্টেলের ঘর থেকে মিলল তাঁর ঝুলন্ত দেহ।

সকাল ৮ টা ২৫ মিনিট : আজ উরজা সঙ্গম ২০১৫-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সকাল ৮ টা ১৫ মিনিট : রানাঘাট কাণ্ডে ধৃত গোপাল ও সালিমকে জেরা করে আরও ২ লিঙ্কম্যানের নাম জানতে পেরেছে সিআইডি। তারা রানাঘাটের বাসিন্দা। তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

সকাল ৮ টা ২ মিনিট : পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছিল, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে লেখা খোলা চিঠিতে এমনই অভিযোগ এনেছেন আপ নেতা যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ।

সকাল ৮ টা : আজই নিজের বাড়িতে ভারতরত্ন পুরস্কার গ্রহণ করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ী।

English summary
Latest News Update : 27 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X