For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ মার্চ : সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

২৪ মার্চ : সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট : সারদা কাণ্ডে জামিন পেলেন দেবব্রত সরকার। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন নীতুর।

সন্ধ্যা ৭ টা ১ মিনিট : আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত সিপিএম নেতা গৌতম দেব। আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

সন্ধ্যা ৬ টা ২০ মিনিট : রাজ্য দফতরে বিজেপি বনাম বিজেপি লড়াই। রাজ্য সভাপতি রাহুল সিনহাকে কার্যত ঘেরাও করে বিজেপির একদল কর্মী। ঘেরাও তুলতে হাওড়া থেকে আনা হল বিজেপির দলীয় কর্মী। বিজেপির বিরুদ্ধেই বিজেপির লাঠিচার্জ নজিরবিহীন বলছে রাজনৈতিক মহল।

সন্ধ্যা ৬ টা : ব্যাঙ্কে ছুটিছাটা থাকার কারণে আগামী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

বিকেল ৫ টা ৫০ মিনিট :

বিকেল ৪ টে ৪৫ মিনিট : ৬২ তম জাতীয় পুরস্কার: সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানাউত, 'কুইন' ছবির জন্য। 'চতুষ্কোণ' চলচ্চিত্রের জন্য সেরা নির্দেশকের পুরস্কার পেলেন শ্রীজিত মুখোপাধ্যায়।

বিকেল ৪ টে ১৫ মিনিট : দক্ষিণ ফ্রান্সে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। ১৪২ জন যাত্রী ২ জন পাইলট ও ৪ জন বিমানকর্মী ছিলেন বিমানে। বার্সেলোনা থেকে ডুসেলডর্ফ ষাচ্ছিল এয়ারবাস ৩২০ বিমানটি।

বিকেল ৩ টে ৩০ মিনিট : রুদ্ধশ্বাস ম্যাচ জিতে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠল নিউজিল্যান্ড। ছক্কা হাঁকিয়ে কিউয়িদের ফাইনালে তুললেন গ্র্যান্ট ইলিয়ট। একইসঙ্গে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতল কিউয়িরা। একইসঙ্গে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতল কিউয়িরা।

দুপুর ২ টো ২৭ মিনিট : দিল্লি গণধর্ষণ কাণ্ড নিয়ে তৈরি 'ইন্ডিয়াস ডটার' তথ্যচিত্রে মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্যের জন্য অপরাধী পক্ষের দুই আইনজীবীর কাছে জবাবদিহি চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট।

দুপুর ২ টো ১৫ মিনিট :

দুপুর ১ টা :

দুপুর ১২ টা ২৭ মিনিট : ২৬ বলে ৫৯ রান করে আউট ব্রেন্ডন ম্যাকালাম। ৬ ওভার শেষে কিউয়িদের রান সেই ৭১।

দুপুর ১২ টা ২০ মিনিট : ব্যাট করতে নেমে বিস্ফোরক ব্যাটিং ব্রেন্ডন ম্যাকালামের। ২২ বলে ৫০ করে অপরাজিত তিনি। ৫ ওভার শেষে কিউয়িদের রান ৭১।

দুপুর ১২ টা ১০ মিনিট :

সকাল ১১ টা ৪৫ মিনিট : নির্ধারিত ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮১ রান তুলল দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্যমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৯৮ রান।

সকাল ১১ টা ৩৫ মিনিট :

সকাল ১১ টা ১৮ মিনিট : ম্যাচ শুরু হতেই ঝটকা দক্ষিণ আফ্রিকার। ৮২ রান করে ফিরলেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার রান ৩৮.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৮।

সকাল ১১ টা ১৫ মিনিট : বেশ কিছুক্ষণ বৃষ্টির ফলে থমকে থাকার পর শুরু হল দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচ। বৃষ্টির জন্য ওভার কমে দাঁড়াল ৪৩-এ। দক্ষিণ আফ্রিকার ইনিংসের পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্যমাত্রা ঠিক হবে।

সকাল ১০ টা ২০ মিনিট : প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরপর ভুল অপারেশনের পরই মৃত্যু হয়েছে প্রসূতির। এই অভিযোগে বিক্ষোভ মৃতের আত্মীয়দের।

সকাল ১০ টা ১০ মিনিট : সারদা মামলায় সমন পেয়ে এদিন ইডির দফতরে হাজির হলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া।

সকাল ১০ টা ০৫ মিনিট :

সকাল ৯ টা ৫০ মিনিট : বৃষ্টির কারণে বন্ধ রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচ।

সকাল ৯ টা ৪৫ মিনিট : চম্পাহাটি ও কালিকাপুর স্টেশনের মাঝে লাইনে ফাটল। সকাল থেকেই বন্ধ ট্রেন চলাচল।

সকাল ৯ টা ১৮ মিনিট :

সকাল ৯ টা ১০ মিনিট : ৩৬.১ ওভার শেষে ৩ উইকেটে ২০০ রানের গণ্ডী পার করল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে রয়েছেন ফাফ ডু প্লেসি ও অধিনায়ক এবি ডেভেলিয়ার্স।

সকাল ৮ টা ৪৫ মিনিট : ভারত সফরে আসা চিনা প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

সকাল ৮ টা ৩০ মিনিট : আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিং করছে প্রোটিয়ারা।

English summary
Latest news Update: 24 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X