For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২৩ মে : সারাদিনের খবর একঝলকে

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৩ মে : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের বালিভাসায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আহত অন্ত ৩০ জন। বেশ কিছু যাত্রীর মৃত্যুর আশঙ্কা। আহতরা ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি।

জে জয়ললিতা

জে জয়ললিতা

আজ ফের একবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এআইএডিএমকে নেত্রী জয়ললিতা।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

আগামী ২৬ তারিখ দূরদর্শনে কৃষকদের জন্য 'ডিডি কিষাণ টিভি'-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ সরকারের প্রথম বর্ষপুর্তি উপলক্ষ্যে এটিপ শুভ সূচনা করবেন মোদীজি।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে হিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সকে তিন উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে চলে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

অসমে ট্রেন দুর্ঘটনা

অসমে ট্রেন দুর্ঘটনা

অসমের কোকরাঝড়ের কাছে লাইনচ্যুত হল একটি প্যাসেঞ্জার ট্রেন।
শনিবার ভোর ৫টা ১৫ নাগাদ কোকরাঝড় জেলার সালাকটি এবং বাসুগাঁও স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় আপ শিফুং প্যাসেঞ্জার ট্রেনটি। দুর্ঘটনায় ট্রেনটির পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে।

সলোমন দ্বীপপুঞ্জ

সলোমন দ্বীপপুঞ্জ

সলোমন দ্বীপপুঞ্জ কেঁপে উঠল ভূমিকম্পে। রিখটার স্কেলে ৬.৮ মাত্রার কম্পন টের পাওয়া গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মহারাষ্ট্র সরকার

মহারাষ্ট্র সরকার

ম্যাগি নুডলস নিয়ে রাজ্যের রিপোর্ট আজ পেশ করতে পারে মহারাষ্ট্র সরকার। রিপোর্টে ক্ষতিকর কিছুর উল্লেখ থাকলে এখুনি ম্যাগিকে মহারাষ্ট্রে নিষিদ্ধ করা হবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার জানায়, ম্যাগিতে পরিমাণের তুলনায় অনেক বেশি এমএসজি ও সীসা রয়েছে। এরপরই সারা দেশে হইচই পড়ে যায়।

সিদ্ধার্থনাথ সিং

সিদ্ধার্থনাথ সিং

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে 'জঙ্গলরাজ' চলছে বলে ফের সরব হলেন রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সিদ্ধার্থনাথ সিং। লালু প্রসাগ যাদব, মুলায়ম সিংয়ের জঙ্গলরাজ ও গুন্ডারাজের সমন্বয়ে তৈরি একটি ব্যবস্থা এরাজ্যে চলছে বলে অভিযোগ করেন তিনি।

শ্রীসন্থদের শুনানি ২৯ জুন

শ্রীসন্থদের শুনানি ২৯ জুন

আইপিএল ৬-এ হওয়া স্পট-ফিক্সিং কাণ্ডের পরবর্তী শুনানি হবে ২৯ জুন৷ ওইদিনই শাস্তিও ঘোষণা হতে পারে শান্তাকুমারণ শ্রীসন্থ, অঙ্কিত চৌহান ও অজিত চান্ডিলাদের৷

English summary
(Pic) Latest News Update : May 23
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X