For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৩ মার্চ : সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

২৩ মার্চ : সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৭ টা ১০ মিনিট:

সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিট :

সন্ধ্যা ৬ টা ৩ মিনিট : পাকিস্তানের জাতীয় দিবসে নৈশভোজের আমন্ত্রণ। উপস্থিত থাকবেন হুরিয়ত নেতারা। থাকতে পারেন জেনারেল ভি কে সিং।

সন্ধ্যা ৬ টা :

বিকেল ৫ টা : পাকিস্তানের জাতীয় দিবসে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের উদ্দেশ্যে সৌহার্দের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুইদেশের মধ্যে সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক বৈঠকের আহ্বান জানিয়ে নওয়াজ শরিফকে চিঠি দিলেন তিনি।

বিকেল ৪ টে ৪৫ মিনিট :

দুপুর ৩ টে ১০ মিনিট : আরামবাগের একটি কলেজে পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযােগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে।

দুপুর ৩ টে ০৫ মিনিট :

দুপুর ২ টো ৩৫ মিনিট :

দুপুর ২ টো : রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট স্কুলে সিস্টার ধর্ষণের ঘটনায় সেই স্কুলের দ্বাররক্ষীকে জেরার জন্য ভবানীভবনে নিয়ে আসা হয়েছে। সেখানেই তাঁকে জেরা করা চলছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।

দুপুর ১ টা ১৫ মিনিট : আগামী পুরভোটে লড়ার জন্য মনোনয়ন জমা দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়।

দুপুর ১২ টা ২৫ মিনিট : আজ সাহারার কর্ণধার সুব্রত রায়ের ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। আজ যদি জামিনের জন্য প্রয়োজনীয় অর্থ আদালতে সাহারা কর্তৃপক্ষ জমা দিতে না পারেন তাহলে সুপ্রিম কোর্ট নিলামে চড়াবে সাহারার সম্পত্তি।

দুপুর ১২ টা ০৫ মিনিট :

সকাল ১১ টা ৪৫ মিনিট : কর্ণাটকের আইএএস অফিসার ডিকে রবি মৃত্যুরহস্যের কিনারা করতে অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া।

সকাল ১০ টা ৫০ মিনিট :

সকাল ১০ টা ০৫ মিনিট :

সকাল ৯ টা ২৫ মিনিট : পুরভোটে প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষের জেরে বীরভূমের জেলে সভাপতি পদ থেকে ইস্তফা বিজেপির দুধকুমার মন্ডলের।

সকাল ৯ টা ১৫ মিনিট : গতকালের 'এল ক্লাসিকো'য় ক্রিশ্চিয়ানো রোনাল্দোকে হারিয়ে শেষ হাসি হাসলেন লিওনেল মেসি। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে রিয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে লা লিগা জেতের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল বার্সা।

সকাল ৯ টা : বেলগাছিয়ায় সিটিসির বাস ডিপোতে আগুন লেগে ৭ টি বাস ভস্মীভূত। আজ ভোরের দিকে আগুন লাগলে দমকল গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সকাল ৮ টা ৩০ মিনিট : সারদা চিটফান্ড কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত রাজ্যের মন্ত্রী মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএমের আইটিইউ ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত বেশ কয়েকমাস ধরেই জেলবন্দী হয়ে রয়েছেন তিনি।

English summary
Latest news Update: 23 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X