(ছবি) ২৩ জুন : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৩ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অভিষেকের শাসানি
এবার অভিষেকের মুখে শাসানি। অধিকাংশ রাজনৈতিক দলই নরেন্দ্র মোদীর পায়ে পড়ে গিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস নয়। উত্তর ২৪ পরগনায় একটি অনুষ্ঠানে একথা বলেন তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও বলেন, তৃণমূল সাংসদরা দেখিয়ে দিয়েছে কেউ যদি পশ্চিমবঙ্গের মানুষকে কাজে লাগানোর চেষ্টা করে তাহলে তারা ছেড়ে কথা বলে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে রয়েছে, কেউ যদি খারাপ অভিপ্রায় নিয়ে বাংলার দিকে তাকায় আমরা তাদের চোখ উপড়ে রাস্তায় ফেলে দেব।হাত কেটে ফেলে দেব।

খণ্ডকোষে খুনের মামলা
খণ্ডকোষে ৩ তৃণমূল কর্মী খুনের মামলায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হলেও এখনও নিখোঁজ মূল অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন। এদিকে স্বতঃপ্রণোদিত হয়ে খুনের মামলা রুজু করল পুলিশ।

মুম্বইয়ে জমে জল
মুম্বই (দাদার ও বান্দ্রা) : এখনও শহরের বিভিন্ন অংশ জল জমে রয়েছে।

অপরূপ দার্জিলিং
বর্ষার জেরে তাপমাত্র অনেকটাই নেমেছে। আর তার ফলেই মনোরম আবহাওয়ায় দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় বাড়ছে।

আইআইটি কৃতীর বাড়িতে ইঁট-পাটকেল
এলাহবাদের প্রতাপগড়ে আইআইটি কৃতী ছাত্রদের বাড়িতে ইঁট পাটকেল ছুঁড়ল দুষ্কৃতীরা। ছাত্রদের বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হল।

মুক্তির স্বাদ
পাকিস্তান থেকে মুক্ত ১১৩ জন মৎস্যজীবী সোমবার রাতে ভাদোদরা পৌঁছলেন। রেল স্টেশনে উষ্ণ অভ্যর্থনা জানানো হল তাঁদের।

সব বাধা পেরিয়ে
অলুভা (কোচি): ১২ বছরের এক দৃষ্টিহীন বালক কেরালার পেরিয়ার নদী পার করছে সাঁতরে।

প্রয়াত সিস্টার নির্মলা
মিশনারিজ অফ চ্যারিটির প্রধান সিস্টার নির্মলা যোশী প্রয়াত হলেন। মাদার টেরিজার পর থেকে মিশনারির দায়িত্ব তিনিই নিয়েছিলেন। ২০০৯ সাল পর্যন্ত সুপিরিয়র জেনারেল ছিলেন তিনি। মৃত্যুকালে ৮০ বছর বয়স হয়েছিল তাঁর। সিস্টার নির্মলার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতো বন্দ্যোপাধ্যায়।

থানায় অভিযোগ দায়ের
চোখ 'ছেঁড়া' এবং হাত 'কাটা'র হুমকি দেওয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করল বিজেপি। আগামিকাল কলকাতা হাইকোর্টে অভিষেকের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিনহা।

প্রি-মেডিক্যাল এবং প্রি-ডেন্টাল টেস্ট
নতুন করে অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল এবং প্রি-ডেন্টাল টেস্ট হবে ২৫ জুলাই। এদিন ঘোষণা সিবিএসই-র।

শুভ জন্মদিন
আজ জন্মদিনে ৮০ বছরে পা দিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ওরফে পিকে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর
পরীক্ষায় বসেনি এমন ছাত্রদের পাশ করাতে হবে, এই দাবিতে ভাঙচুর করা হল আলিয়া বিশ্ববিদ্যালয়ে।
তৃণমূল ছাত্র পরিষদের এই দাবিতেই গতকাল থেকে উত্তাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এদিন উপাচার্য জানান তা সম্ভব নয়। অভিযোগ, এরপরই উপাচার্যের ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

উত্তপ্ত দিল্লি বিধানসভা
আপ সরকারের প্রাক্তন আইনমন্ত্রী জীতেন্দ্র সিং তোমরের জাল ডিগ্রি বিতর্কের জেরে উত্তপ্ত হল দিল্লি বিধানসভা। পরিস্থিতি সামলাতেবিজেপি বিধায়ক ওমপ্রকাশ শর্মাকে মার্শাল ডেকে অধিবেশনকক্ষের বাইরে বের করে দেন অধ্যক্ষ।

ধোনির পাশে রায়না ও অশ্বিন
বাংলাদেশে হারের পর সমালোনার মুকে পড়া ভারত অধিনায়ক ধোনির পাশে দাঁড়ালেন সুরেশ রায়না ও আর অশ্বিন। জানালেন, হারের দায় ধোনির একার নয়।