২৩ ফেব্রুয়ারি: সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৬ টা ১৭ মিনিট : রাজ্যে সোয়াইন ফ্লুতে মৃত আরও একজন। চারটি বেসরকারি হাসপাতালকে নোটিশ পাঠাল রাজ্য স্বাস্থ্য দফতর। নোটিশ, সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীদের ফেরানো যাবে না।
বিকেল ৫ টা ৩০ মিনিট: তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে কোনও সিদ্ধান্ত নিতে পারল না তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। আগামীকাল ফের বৈঠক ডাকা হয়েছে।
বিকেল ৪ টে: মাধ্যমিক পরীক্ষা শুরু হতে না হতেই গণ টোকাটুকির অভিযোগ উঠল রামপুরহাট-গোপালপুর -সহ বহু এলাকায়।
দুুপুর ২ টো ৫৮ মিনিট : নন্দীগ্রাম কাণ্ডে অভিযুক্ত আইপিএস অাধিকারিকদের বিরুদ্ধে তদন্তের অনুমতি রাজ্যের কাছ থেকে চাইল সিবিআই। আগেও দুবার অনুমতি চাওয়া হলেও রাজ্যের পক্ষ থেকে সাড়া মেলেনি।
দুপুর ২টো : জমি অধিগ্রহণ বিলের বিরোধিতা করে দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদে আন্না হাজারে।
দুপুর ১টা ১৫ মিনিট: শিবাজী পাঁজা গ্রেপ্তারি ঘটনায় দিল্লি পুলিশের দুই আধিকারিক কলকাতায় এলেন। গতকাল বারাকপুর আদালতে জামিন হয় তাঁর।
দুপুর ১২ টা ২২ মিনিট : সালকিয়া কাণ্ডে অরূপ খুনে পঞ্চম অভিযুক্ত আনন্দ প্রসাদ ধৃত।
সকাল ১১ টা ১১ মিনিট : সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ। জন ধন যোজনা প্রকল্পের প্রশংসা রাষ্ট্রপতি। উল্লেখ স্বচ্ছ ভারত অভিযান।
সকলা ১০ টা ৭ মিনিট : রাজ্য সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন ৭০ জনের বেশি।
সকাল ৯ টা ৪৫: আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে এবার। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৩৫ হাজার ৯৩০। ২০১৪ সালে সংখ্যাটা ছিল ১০ লক্ষ ৫০ হাজার ৮৫৯।
সকাল ৯ টা ৩০ মিনিট : সোয়াইন ফ্লুয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২। রবিবার সোয়াইন ফ্লুয়ে মৃতের সংখ্যা ছিল ৭৭৪। রবিবার তা এক লাফে অনেকটাই বেড়েছে। এর মধ্যে রাজস্থান ও গুজরাতের অবস্থা সবচেয়ে শোচনীয়। রাজস্থানে ২১২ ও গুজরাতে ২০৭ জন ইতিমধ্যেই এই মারণ রোগের বলি হয়েছেন।
সকাল ৮ টা ৩০ মিনিট: লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে চলছে ৮৭ তম অস্কার নাইটের জমজমাট অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন নীল প্যাট্রিক হ্যারিস।