For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ এপ্রিল : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

২২ এপ্রিল : সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৬ টা ২০ মিনিট :

বিকেল ৫ টা ৩১ মিনিট :

দুপুর ৩ টে ৩৬ মিনিট : আর এম হাসপাতালের চিকিৎসক জানালেন যখন ওই কৃষককে হাসপাতালে আনা হয়েছিল ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছিল।

দুপুর ৩ টে ৩ মিনিট :

দুপুর ২ টো ৫৪ মিনিট :

দুপুর ২ টো ৪০ মিনিট : আপের সভায় আত্মঘাতী কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়ে দিল চিকিৎসকরা।

দুপুর ২ টো ৬ মিনিট : দিল্লির যন্তরমন্তরে আপের জনসভা চলাকালীন গাছে ঝুলে আত্মহত্যার চেষ্টা এক কৃষকের।

দুপুর ২ টো ২ মিনিট : নির্বাচন কমিশনকে তলব করলেন রাজ্যপাল। কথা বললেন। কমিশনারের কাছ থেকে জানতে চাইলেন সুষ্ঠ নির্বাচনের জন্য কী কী ব্যহস্থা নেওয়া হয়েছে।

দুপুর ১২ টা ৫ মিনিট : হয় আইন বদলান আর নয়তো নতুন করে আইন লিখুন: নেট নিরপেক্ষতা নিয়ে সংসদে রাহুল গান্ধী

দুপুর ১২ টা : শুরু হল লোকসভা অধিবেশন।

সকাল ১১ টা ৩০ মিনিট : বিহারের পুর্নিয়ায় মঙ্গলবারের ঝড়ে ২০ জনের মৃত্যু হয়েছে। শতাধিক আহত।

সকাল ১১ টা ২ মিনিট : বর্ধমানের কেতুগ্রামে তৃণমূল নেতা খুন। নিহত তৃণমূল নেতা আপেল শেখ অনুব্রত মণ্ডলের ঘণিষ্ঠ ছিলেন বলে সূত্রের খবর।

সকাল ১০ টা ১২ মিনিট :

সকাল ৯ টা ১৯ মিনিট : কংগ্রেস তৃণমূলের সংঘর্ষ ঘিরে উত্তাল হল কান্দি। প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচী কংগ্রেসের।

সকাল ৯ টা ৫ মিনিট :

সকাল ৮ টা ৪৩ মিনিট :

সকাল ৮ টা ১৭ মিনিট : গড়িয়ার মহামায়াতলায় সূর্যকান্ত মিশ্রের সভায় হামলার অভিযোগ আইএনটিটিইউসি-র বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

সকাল ৮ টা ১২ মিনিট : বারকপুরের কং প্রার্থীকে ছুড়ি মেরে খুনের চেষ্টা। ২০ নম্বর ওয়ার্ডের কং প্রার্থীর উপর হামলার অভিযোগ বিজেপির রমেশ সাউয়ের বিরুদ্ধে। এই ঘটনায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সকাল ৮ টা ৪ মিনিট : ৯১টি পুরসভার নির্বাচনের নিরাপত্তা নিয়ে বৈঠক। বৈঠক নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের।

সকাল ৮ টা : ৩৬টি বুথে পুনর্নির্বাচনে দাবী জানিয়েছিল বিরোধিরা। তারই প্রেক্ষিতে রিপোর্ট তলব করেছিল কমিশন। জেলাশাসক রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টে বলা হয়েছে, কোনও অনিয়ম বা অসামঞ্জস্য নেই ভোটে, ফলে পুনর্নির্বাচনের প্রয়োজন নেই। এই রিপোর্ট পেয়ে কমিশনের মন্তব্য, বাস্তবের সঙ্গে এই রিপোর্টের সামঞ্জস্য নেই।

English summary
Latets News Update : April 22
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X