For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ মার্চ : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

২১ মার্চ : সারাদিনের খবর একনজরে

দুপুর ৩টে ৩৫ মিনিট : রূপার নাম ভোটার তালিকায় তোলার জন্য বিজেপির তরফে আজ নির্বাচন কমিশনের কাছে দরবার জানানো হয়েছে। সময় পেরিয়ে গিয়েছে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

দুপুর ৩ টে ৩২ মিনিট : পুরভোটে রূপা গঙ্গোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা। ভোটার তালিকা থেকে নাম বাদ বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। তৃণমূল সমর্থন না করায় প্রতিহিংসাবশত এটা করা হয়েছে, অভিযোগ রূপার।

দুপুর ৩ টে ১ মিনিট : এই ধরণের ঘটনা কারোর ক্ষেত্রেই গ্রহণজনক নয়। রানাঘাট ধর্ষণকাণ্ড প্রসঙ্গে জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্য সামিনা শাফিক।

দুপুর ২ টো ২৩ মিনিট :

দুপুর ১ টা ২৭ মিনিট : সাম্বাতে নিরাপত্তা জোরদার করা হল।

দুপুর ১২ টা :

সকাল ১১ টা ৮ মিনিট : রানাঘাট কাণ্ডের তদন্তে আজই রাজ্যে আসতে পারে সিবিআই। ভবানী ভবন থেকে কেস ফাইল সংগ্রহ করে পৌঁছতে পারে রানাঘাট।

সকাল ১১ টা ৫ মিনিট : ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর উপর শ্লীলতাহানির অভিযোগ। লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ৩ জন ছাত্রের বিরুদ্ধে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

সকাল ১০ টা ৪৫ মিনিট :

সকাল ১০ টা ৩৭ মিনিট :

সকাল ১০ টা ১১ মিনিট : বিশ্বকাপে ২৩৭ রান করে সর্বোচ্চ ব্যক্তিগত রানের অধিকারী মার্টিন গাপতিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ড করল ৩৯৩/৬ রান।

সকাল ৯ টা ১৭ মিনিট : সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ফের তলব করল ইডি। পাঠানো হল নোটিশ।

সকাল ৮ টা ৫৪ মিনিট : নির্বাচনে প্রার্থী করার আশ্বাস দিয়ে ১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস সাংসদ রেনুকা চৌধুরির বিরুদ্ধে। তেলেঙ্গানা পুলিশ মামলা রুজু করেছে।

সকাল ৮ টা ৩০ মিনিট : ২৪ ঘন্টার ব্যবধানে ফের জম্মু কাশ্মীরের সাম্বা সেনা ছাউনিতে আক্রমণ জঙ্গিদের। গুলিতে আহত ১।

English summary
Latest news Update: 21 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X