For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ এপ্রিল : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

 ২১ এপ্রিল : সারাদিনের খবর একনজরে

দুপুর ২ টো ৪৭ মিনিট :

দুপুর ২ টো :

দুপুর ১ টা ২৮ মিনিট : দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসে আগুন। দমকলের ১৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ট্রেনটি দাঁড়িয়ে ছিল। কোনও যাত্রী ছিলেন না, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

দুপুর ১ টা ১৩ মিনিট : অম্বিকেশ মহাপাত্রকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল আদালত। এবার সেই রায়ের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে রাজ্য। দাবি, মানবাধিকার লঙ্ঘণ হয়নি।

দুপুর ১২ টা ৩০ মিনিট : সলমন খানে 'হিট অ্যান্ড রান' মামলায় আগামী ৬ মে রায়দান আদালতের।

দুপুর ১২ টা ৩ মিনিট : টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আবু হাসেম খান চৌধুরির বিরুদ্ধে। প্রচারের সময় এক বৃদ্ধাকে হাজার টাকা দিয়েছিলেন আবু হাসেম। তা নিয়েই অভিযোগ করে বিরোধীরা। আবু হাসেম খান চৌধুরি দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ।

সকাল ১১ টা ৪৫ মিনিট : গত ৫ দশক ধরে সিপিএম-এর শীর্ষে দক্ষিণী নেতারা। কেন ব্রাত্য বাঙালিরা। প্রশ্ন তুলছে বিরোধীদের একাংশ।

সকাল ১১ টা ৭ মিনিট : বীজপুরে বাবা ও মেয়ের রহস্যমুৃত্যু। দরজা ভেঙে দেহ উদ্ধার দুজনের। দুজনেই মানসিক ভারসাম্য ছিলেন বলে জানা গিয়েছে।

সকাল ১০ টা ৩০ মিনিট : যাদব ও ভূষণকে দল থেকে বহিষ্কার করায় অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করলেন শান্তিভূষণ। বললেন, "কেজরিওয়াল ভারতকে দেখিয়ে দিল, তিনি আসলে হিটলার।"

সকাল ১০ টা ২ মিনিট :

সকাল ৯ টা ১৫ মিনিট : সোমবার পোরবন্দর থেকে পাক সন্দেহভাজন নৌকাকে আটক করে নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয়েছে। নৌকা থেকে ৮ জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সকাল ৮ টা ৩০ মিনিট : পুরভোট নিয়ে নির্বাচন কমিশনের তথ্যে বিভ্রান্তি। শনিবার রাতে কমিশনের তরফে জানানো হয়েছিল ভোট পড়েছে ৬২ শতাংশ। যদিও সোমবার কমিশন জানায় ভোট পড়েছে ৬৮ শতাংশ। কমিশনের কাছে ভোটের দিন সঠিক তথ্য কেন ছিল না সে নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও।

সকাল ৮ টা ১৫ মিনিট : বাকি ৯১টি পুরসভার ভোট আরও কঠিন। প্রত্যেকটি জেলার চরিত্র আলাদা। তাই সামনের নির্বাচন আরও কঠিন হবে। বললেন রাজ্য নির্বাচন কমিশনার।

সকাল ৮ টা ৮ মিনিট : ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও অসমের প্রাক্তন রাজ্যপাল জানকী বল্লভ পট্টনায়কের প্রয়াণ হল।

সকাল ৮ টা : আপের শাস্তিমূলক কমিটি বহিষ্কার করল যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে। অধ্যাপক আনন্দ কুমার ও অজিত ঝাকেও বহিষ্কার করা হল।

English summary
Latest News Update : April 21
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X