For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারাদিনের খবর একনজরে : ২০ মার্চ

  • |
Google Oneindia Bengali News

সারাদিনের খবর একনজরে : ২০ মার্চ

সন্ধ্যা ৬ টা ৫ মিনিট : রায়গঞ্জের ভাটল সীমান্ত থেকে রানাঘাট কাণ্ডে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক। একজনের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ রয়েছে।

বিকেল ৫ টা ৪০ মিনিট : পুরুলিয়ার রঘুনাথপুরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান। উদ্ধার বিশাল পরিমাণ বিস্ফোরক। এই ঘটনায় আটক ৬, গ্রেফতার ২।

বিকেল ৫ টা ৩০ মিনিট :

বিকেল ৪ টে ২৮ মিনিট :

বিকেল ৪ টে ০৬ মিনিট : পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া।

বিকেল ৩ টে ৩৭ মিনিট : ওয়াহাব রিয়াজের বলে গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচ মিস করলেন সোহেল খান। এর আগে রিয়াজের বলেই শ্যেন ওয়াটসনের ক্যাচ মিস করেন রাহাত আলি। জয়ের জন্য অস্ট্টেলিয়ার চাই আর ৫৪ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

বিকেল ৩ টে :

দুপুর ২ টো ৫৭ মিনিট :

দুপুর ২ টো ৩০ মিনিট :

দুপুর ১ টা : জঙ্গি হামলার ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে। অভিযোগ, আজ সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ সেখানকার একটি থানায় হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। ঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে।

দুপুর ১২ টা ৪০ মিনিট : তৃতীয় কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯.৫ ওভারে ২১৩ রানে শেষ পাকিস্তানের ইনিংস।

সকাল ১১ টা ৫৫ মিনিট :

সকাল ১১ টা ১০ মিনিট : কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। গত ২৪ ঘণ্টায় ১২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। যদিও সরকারের দাবি মৃত্যু হয়েছে ৪ জন শিশুর।

সকাল ১১ টা : রাজ্য ছেড়ে অজানা গন্তব্যে চললেন রানাঘাট কাণ্ডে ধর্ষিতা সিস্টার। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এরপর পুলিশি প্রহরায় দমদম বিমানবন্দর পৌঁছে রাজ্য ছাড়েন তিনি। তাঁর গন্তব্য সম্পর্কে কিছু বলতে চায়নি পুলিশ।

সকাল ১০ টা ৪৫ মিনিট :

সকাল ৯ টা ২০ মিনিট : ২০ রানের মাথায় পাকিস্তানের প্রথম উইকেটের পতন। মিচেল স্টার্কের বলে ১০ রান করে আউট হলেন সরফরাজ আহমেদ।

সকাল ৯ টা ১০ মিনিট : খনি, খনিজ বিল এবং কয়লা বিল নিয়ে আজ ফের উত্তাল হতে পারে রাজ্যসভা। বিরোধীদের হই হট্টগোলে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিনও এই বিল পাশ না হলে অধিবেশনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

সকাল ৮ টা ৪৫ মিনিট : সারদা কাণ্ডে ফের নোটিশ পাঠানো হয়েছে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চিঠি এই সপ্তাহের মধ্যেই পৌঁছে যাবে তাঁর কাছে। হাজিরা দিতে হবে এপ্রিলের শুরুর দিকে।

সকাল ৮ টা ৩০ মিনিট : আজ অ্যাডিলেডে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মিসবাদের। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে।

English summary
Latest news update : 20 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X