For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২০ জুলাই : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২০ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ব্যপম কাণ্ড

ব্যপম কাণ্ড

আজ মধ্যপ্রদেশের বিধানসভা অধিবেশন শুরু হবে। ব্যাপম ইস্যু মুখ্য আলোচ্য বিষয় হবে। কংগ্রেস কড়া প্রতিবাদ বিক্ষোভ করার পথে।

মুখ্যমন্ত্রীর বৈঠক

মুখ্যমন্ত্রীর বৈঠক

আজ দুপুর ৩ টেয় নবান্নায় সমস্ত তৃণমূল সাংসদদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃষ্টিতে ব্যহত জনজীবন

বৃষ্টিতে ব্যহত জনজীবন

গতকাল রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের জের। রাতভর বৃষ্টি হয়েছে ৫৩ মিমি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দিনভর হাল্কা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহাত্মা গান্ধী রোড, মুক্তারামবাবু স্ট্রিট আমহার্ট স্ট্রিট সংলগ্ন এলেকা জলমগ্ন। বাঁশদ্রোণী, গড়িয়াতেও বিভিন্ন অংশে জল জমে রয়েছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে।

উত্তপ্ত তমলুক

উত্তপ্ত তমলুক

তমলুকে ফের তৃণমূলের গোষ্ঠা সংঘর্ষ। সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল কাঁকটিয়া অঞ্চলে। ঘটনায় ৬ তৃণমূল কর্মী আহত। রাজ্য সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনি। নেমেছে আধা সামরিক বাহিনীও।

সর্বদলীয় বৈঠক

সর্বদলীয় বৈঠক

বাদল অধিবেশন শুরু হওয়ার আগে লোকসভায় আজ সর্বদলীয় বৈঠক হবে।

রাষ্ট্রপতির ইজরায়েল যাত্রা

রাষ্ট্রপতির ইজরায়েল যাত্রা

এই বছরের অক্টোবর মাস নাগাদ ইজরায়েল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একইসঙ্গে প্যালেস্তাইন এবং জর্ডনেও যাওয়ার কথা রয়েছে তাঁর। এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধান ইজরায়েল যাচ্ছেন বলে জানা গিয়েছে।

বাম মিছিল

বাম মিছিল

আগামিকাল ২১ জুলাই, তৃণমূলের শহিদ সমাবেশ। তার ঠিক আগে এদিন কলকাতার রাজপথে কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ১৭টি বাম দল মিলে বিক্ষোভ মিছিল করল। এদিন কলেজ স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হয়।

আমরণ অনশনে কুনাল

আমরণ অনশনে কুনাল

সারদা কেলেঙ্কারির ঘটনায় যুক্ত সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুনাল ঘোষ জেলের মধ্যেই আমরণ অনশনে বসলেন। জামিনের আর্জি খারিজ হওয়ায় তার এই পদক্ষেপ।

আইপিএল কমিটিতে সৌরভ

আইপিএল কমিটিতে সৌরভ

আইপিএলের ভবিষ্যত ঠিক করতে বিসিসিআই যে চার সদস্যের কমিটি তৈরি করেছে, তার অন্যতম হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আপের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা নয়

আপের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা নয়

আম আদমি পার্টির বিতর্কিত বিজ্ঞাপনের উপরে কোনও স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট। এক জনস্বার্থ মামলায় এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ জুলাই কেজরিওয়াল সরকারের একটি বিজ্ঞাপন সামনে আসে যেটার ট্যাগলাইন ছিল, 'ওহ পরেশান করতে রহে, হাম কাম করতে রহে।'

English summary
Latest News Update : 20 July (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X