For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২০ ফেব্রুয়ারি : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২০ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিত।

জাঠ বিক্ষোভে উত্তাল হরিয়ানা

জাঠ বিক্ষোভে উত্তাল হরিয়ানা

সংরক্ষণের দাবিতে হিংসা ছড়াল জাঠদের বিক্ষোভে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মতোই তাদের সুযোগ-সুবিধে দিতে হবে। এই দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালাচ্ছে জাঠেরা। শুক্রবার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের গুলিতে মৃত্যু হয় তিন বিক্ষোভকারীর। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোট ১২টি জেলায় সেনা নামানো হয়েছে।

অরুণাচলে নয়া সরকার

অরুণাচলে নয়া সরকার

দু'মাসের রাষ্ট্রপতি শাসন শেষ হওয়ার পরে অরুণাচল প্রদেশের অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে শুক্রবার গভীর রাতে শপথ নিলেন একদা বিরোধী দলনেতা কালিখো পুল।

আসারামের সহযোগী গ্রেফতার

আসারামের সহযোগী গ্রেফতার

স্বঘোষিত গডম্যান ও ধর্ষণ মামলায় জেলে থাকা আসারাম বাপুর একদা সহযোগী সতীশ ওয়াধাওয়ানি (৩৮) কে ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতার করল জম্মু ও কাশ্মীরের পুলিশ।

লোধা কমিটির সুপারিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিসিসিআই

লোধা কমিটির সুপারিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিসিসিআই

বিচারপতি লোধা কমিটির সুপারিশের কয়েকটি না পসন্দ হওয়ায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

রামদেবের মত

রামদেবের মত

কিছু অসামাজিক লোক সমাজকে অশান্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নকে চাপা দিতে চেষ্টা করছে। দেশদ্রোহী বিতর্কে এভাবেই মোদী সরকারে পাশে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ করলেন যোগগুরু বাবা রামদেব।

চোটের কারণে ছিটকে গেলেন শামি

চোটের কারণে ছিটকে গেলেন শামি

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে গেলেন পেসার মহম্মদ শামি। আসন্ন টি২০ বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়লেন তিনি।

দ্রুততম ম্যাকালাম

দ্রুততম ম্যাকালাম

জীবনের শেষ টেস্টে খেলতে নেমে টেস্ট ক্রিকেটের দ্রুততম শতরানের ইনিংস খেললেন নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। মাত্র ৫৪ বলে এদিন শতরান করে তিনি ভিভ রিচার্ডস ও মিসবা উল হকের ৫৬ বলে করা শতরানের রেকর্ড ভেঙে দেন।

আকাশছোঁয়া সোনার দাম

আকাশছোঁয়া সোনার দাম

বিয়ের মরসুমের মাঝেই ফের বাড়তে শুরু করেছে সোনার দাম। এদিন সোনার দাম গিয়ে ঠেকেছে ২৯ হাজার ২৯০ টাকায়। আরও কিছুটা দাম বাড়তে পারে সোনার। ফলে সোনা কিনতে গিয়ে কপালে হাত আমজনতার।

উত্তপ্ত হরিয়ানা

হরিয়ানার বাহাদুরগড়ে এলাকা শান্ত করতে নামানো হয়েছে আধা সেনা। এভাবেই গাড়িতে করে এসে এলাকার দখল নিয়েছেন তাঁরা।

বিহারে বিশৃঙ্খলা

বিহারে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এই দাবি তুলে জন অধিকার পার্টি এদিন বিহার বনধের ডাক দিয়েছে। নানা জায়গায় অবরোধ, রেল রোকো, আগুন লাগিয়ে বনধ পালন বিক্ষুব্ধদের।

গ্রেটার কোচবিহারের দাবি

গ্রেটার কোচবিহারের দাবি জানিয়ে গ্রেটর কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রায় ৩ হাজার সদস্য এদিন রেল অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে।

বাস জ্বলল রোহতকে

জাঠ সংরক্ষণের দাবি জানানো বিক্ষোভকারীরা বাস জ্বালিয়ে প্রতিবাদ জানাল রহিয়ানার রোহতকে।

ভারতে নেপালের প্রধানমন্ত্রী

ভারতে নেপালের প্রধানমন্ত্রী

ছয় দিনের ভারত সফরে এলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

ভারতীয় মৎস্যজীবী আটক

ভারতীয় মৎস্যজীবী আটক

গুজরাত উপকূলে গত ৪৮ ঘণ্টায় মোট ১৬টি ভারতীয় নৌকা ও মৎস্যজীবীকে আটকর করেছে পাকিস্তান সরকার।

হার্দিকের জামিনের আবেদনের শুনানি মুলতুবি

হার্দিকের জামিনের আবেদনের শুনানি মুলতুবি

আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আহমেদাবাদ দায়রা আদালত প্যাটেল আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলের জামিনের আবেদনের শুনানি মুলতুবি রাখল।

English summary
Latest News Update : 20 February in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X