For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ইন্দ্রানীর স্বীকারোক্তি

ইন্দ্রানীর স্বীকারোক্তি

শিনা বোরা হত্যা কাণ্ডের নিজের ভাগের অপরাধের কথা অবেশেষে পুলিশের তাছে ইন্দ্রাণী মুখার্জী স্বীকার করে নিয়েছেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে।

ধর্মঘটের প্রভাব

ধর্মঘটের প্রভাব

শ্রমিক আইনের এনডিএ-র প্রস্তাবিত পরিবর্তনের দাবিতে আজ দেশজুড়ে বনধ ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। কলকাতাতে বনধের মিশ্র প্রভাব পড়েছে। লেকটাউন যশোর রোডে অবরোধ সিপিএম-এর। হাওড়া মেন ও শিয়ালদহ মেন শাখায় ব্যহত ট্রেন চলাচল। কলকাতার বাসে যাত্রী সংখ্যা কম। হাওড়া ও শিয়ালদহের ট্যাক্সি স্ট্যান্ডে হাতে গোনা গাড়ি।

জঙ্গিহানা

জঙ্গিহানা

জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই বারামুল্লার রফিয়াবাদে। এখনও ২-১ জন জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

ইন্দ্রাণীর মেডিক্যাল পরীক্ষা

ইন্দ্রাণীর মেডিক্যাল পরীক্ষা

ইন্দ্রানী মুখার্জীকে আজ মেডিক্যাল পরীক্ষার পর সান্তা ক্রুজের হাসপাতালে নিয়ে যাওয়া হল।

বনধ ব্যর্থ : মমতা

বনধ ব্যর্থ : মমতা

বনধ সম্পূর্ণ ব্যর্থ, সব জায়গায় জনজীবন স্বাভাবিক থেকেছে। অফিসে কর্মীদের উপস্থিতির গড় ৯৩ শতাংশ। বনধ ব্যর্থ করে দিয়েছেন সাধারণ মানুষ। এমনটাই সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূর্য উবাচ

সূর্য উবাচ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বনধ অসফল হওয়ার তত্ত্বকে খারিজ করে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁরদাবি, বনধ কেমন হয়েছে এবং তৃণমূল কর্মীদের কী আচরণ তা সকলে দেখেছে। এমন আন্দোলন সরকারকে আরও দেখতে হবে আগামী দিনে।

পিটারের সামনে ইন্দ্রাণীকে জেরা

পিটারের সামনে ইন্দ্রাণীকে জেরা

শিনা বোরা হত্যাকাণ্ডে এবার পিটার মুখার্জীর সামনে জেরা ইন্দ্রাণী মুখার্জীকে। মুম্বইয়ের খার থানায় রয়েছে সঞ্জীব খান্না ও গাড়ির চালক তথা অন্যতম অভিযুক্ত শ্যাম রাইও।

বিচারাধীন বন্দিদের মুক্তির নির্দেশ

বিচারাধীন বন্দিদের মুক্তির নির্দেশ

বিচারের নামে দীর্ঘদিন জেলে বন্দিদের তালিকা তৈরি করে তাদের অবিলম্বে মুক্তির জন্য কেন্দ্রকে নির্দেশ দিল জাতীয় তথ্য কমিশন।

মিড ডে মিল খেয়ে অসুস্থ

মিড ডে মিল খেয়ে অসুস্থ

লখনৌয়ের একটি সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৬৪ জন পড়ুয়া। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ভারত-পাক ক্রিকেট চালুর আর্জি পাকিস্তানের

ভারত-পাক ক্রিকেট চালুর আর্জি পাকিস্তানের

দু'দেশের মধ্যে ক্রিকেট সিরিজ ফের চালু করতে বিসিসিআইকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠাল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

English summary
Latest News Update : 2 September (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X