For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ১৯ সেপ্টেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৯ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

উরি নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি

উরি নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি

উরি হামলার পরে পরিস্থিতি পর্যবেক্ষণে ও জম্মু ও কাশ্মীরের সরকারের সঙ্গে নানা বিষয়ে আলোচনার জন্য উপত্যকায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি। শ্রীনগরে রাজ্যের শীর্ষ আধিরাকিকদের সঙ্গে জরুরি বৈঠকের কথা রয়েছে তাঁর।

উরি হামলায় জাতিসংঘের মহাসচিবের নিন্দা

উরি হামলায় জাতিসংঘের মহাসচিবের নিন্দা

উরিতে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় মোট ৪ জঙ্গিও নিহত হয়েছে। এরা সকলেই জঈশ জঙ্গি এহং সীমান্ত পেরিয়ে এদেশে এসে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।

উরি হামলা নিয়ে মোদীকে পরিস্থিতি ব্যাখ্যা করবেন পার্রিকর

উরি হামলা নিয়ে মোদীকে পরিস্থিতি ব্যাখ্যা করবেন পার্রিকর

উরিতে সন্ত্রাসবাদী হামলা নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি ব্যাখ্যা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। এই ঘটনার পরে কেন্দ্র কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

উরি নিয়ে বৈঠকে রাজনাথ

উরি নিয়ে বৈঠকে রাজনাথ

উরি হামলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন সকালেই বৈঠক করে পরবর্তী পরিস্থিতি ঠিক করবেন তিনি।

লরির ধাক্কায় এএসআইয়ের মৃত্যু

লরির ধাক্কায় এএসআইয়ের মৃত্যু

ফের বেপরোয়া ড্রাইভিংয়ের বলি। এবার প্রাণ গেল এক পুলিশের। এদিন বিটি রোডে ট্রাক পিষে দিল এক এএসআইকে। কর্ত্যবরত ওই পুলিশকর্মীর নাম গণেশ ছেত্রী। তিনি বরানগর থানার এএসআই ছিলেন। উত্তর ২৪ পরগনার বনহুগলি থানায় তিনি কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উরি হামলায় নিহত রাজ্যের ২ জওয়ান

উরি হামলায় নিহত রাজ্যের ২ জওয়ান

উরিতে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন দুই বাঙালি। দুই শহিদ জওয়ান হলেন গঙ্গাধর দোলুই ও বিশ্বজিৎ ঘোড়ুই। গঙ্গাধরের বাড়ি হাওড়া মুন্সিরহাটের যমুনা বালিয়ায়। আর বিশ্বজিতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। দুই পরিবারেই শোকের ছায়া। দেহ ফেরাতে তোড়জোড় রাজ্যের।

শালিমার গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় উত্তপ্ত

শালিমার গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় উত্তপ্ত

হাওড়ার শালিমার গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছে। চলল গুলি, বোমা, আক্রান্ত পুলিশ। জখম শিবপুর থানার এক এসআই। ইটবৃষ্টি, বোতাল ছোড়া, রণক্ষেত্র এলাকা। ঘটনায় গ্রেফতার হয়েছে ৮ জন। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

রাজারহাটের অনিচ্ছুক কৃষকরা এবার আন্দোলনে সামিল

রাজারহাটের অনিচ্ছুক কৃষকরা এবার আন্দোলনে সামিল

রাজারহাটের অনিচ্ছুক কৃষকরা এবার আন্দোলনে সামিল। হিডকোর অফিসে জমি ফেরত চেয়ে দাবিপত্র পেশ। বাম আমলে ৬০০ একর জমি অবৈধভাবে অধিগ্রহণ করা হয়েছিল বলে অভিযোগ। ২৩টি মৌজায় জমি কেড়ে নেওয়া হয় জোর করে। তারই বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে।

টেট মামলায় কত প্রশিক্ষিত, জানাতে পারল না রাজ্য

টেট মামলায় কত প্রশিক্ষিত, জানাতে পারল না রাজ্য

কতজন প্রশিক্ষিত, কতজন অপ্রশিক্ষিত, তা বলা সম্ভব নয় বলে জানাল রাজ্য। সোমবার হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকারের পক্ষে সরকারি আইনজীবী এ কথা জানান। তিনি জানান, টেট মামলায় কৃতকার্যদের মধ্যে প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিতের সংখ্যা নির্দিষ্ট করে বলা এখনই সম্ভব নয়। ইন্টারভিউয়ের সময়ই তা বোঝা যাবে সঠিকভাবে। যদিও মামলাকারীদের দাবি, রাজ্য সরকারের এই বক্তব্য সঠিক নয়।

বর্ধমানে ইঞ্জিনিয়ারিং ছাত্র খুন?

বর্ধমানে ইঞ্জিনিয়ারিং ছাত্র খুন?

বর্ধমানে রেল লাইনের ধার থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃতদেহ। রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ওই ছাত্র। মৃত ছাত্রের নাম শেষাদ্রি হালদার। বর্ধমান জিআরপি-তে তাঁর এক সহপাঠীর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। অভিযোগ, ওই সহপাঠীই তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। রাতভর আর ফিরে আসেনি শেষাদ্রি। সকালে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় দেহ। তারপরই থানায় সহপাঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার।

উবের চালকের দাদাগিরি, সার্জেন্টকে প্রহার

উবের চালকের দাদাগিরি, সার্জেন্টকে প্রহার

এবার উবের চালকের দাদাগিরি কলকাতার রাস্তায়। তাঁর কাছে বৈধ কাগজপত্র চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্টের উপর চড়াও হয় ওই উবের চালক। ট্রাফিক সার্জেন্টকে মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করে প্রহৃত হন এক সাংবাদিকও। ঘটনাটি ঘটে আমহার্স্ট স্ট্রিটে। মহাত্মা গান্ধী রোডের ক্রসিংয়ে দাঁড়িয়েছিল ওই উবের টাক্সিটি। সার্জেন্ট চালকের কাছে কাগজপত্র দেখতে চাইলেই, চালক চড়াও হয়। পরে গ্রেফতার করা হয় চালককে।

English summary
Latest News Update : September 19, 2016 in Pic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X