For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারাদিনের খবর একনজরে : ১৯ মার্চ

  • |
Google Oneindia Bengali News

সারাদিনের খবর একনজরে : ১৯ মার্চ

সন্ধ্যা ৭ টা ৪৬ মিনিট : ভবানীভবনে আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রানাঘাট কাণ্ড নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করলেন।

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট :

সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিট :

বিকেল ৫ টা ৩০ মিনিট :

বিকেল ৪ টে ৪৫ মিনিট : কর্ণাটক সরকার চাইলে সিবিঅাই তদন্তে রাজি কেন্দ্র। ২০০৯ আইএএস অফিসার ডিকে রবির মৃত্যু প্রসঙ্গে সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বিকেল ৩ টে : আজ লোকসভায় পেশ হতে পারে বিতর্কিত কালো টাকা সংক্রান্ত বিল।

দুপুর ২ টো ৪৫ মিনিট :

দুপুর ১ টা ৩২ মিনিট :

দুপুর ১ টা ১০ মিনিট :

দুপুর ১২ টা ৪০ মিনিট : ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা। তিন মন্ত্রীর মধ্যে দফতর বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর থেকে সরিয়ে আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে সুকুমার হাঁসদাকে। আদিবাসী উন্নয়ন দফতর এতদিন নিজের হাতেই রেখেছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, স্বনির্ভর গোষ্ঠী দফতরের দায়িত্ব থেকে সরিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের ভার দেওয়া হতে পারে শান্তিরাম মাহাতোকে। ক্রেতা সুরক্ষার পাশাপাশি বাড়তি দায়িত্ব পেতে চলেছেন সাধন পান্ডে। তাঁকে দেওয়া হতে পারে স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বও। রাজ্যপালের সইয়ের পরই এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হবে।

সকাল ১১ টা ৫০ মিনিট : আইএএস অফিসার ডিকে রবির হত্যারহস্যের কিনারা করতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কর্ণাটক বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন বিজেপি বিধায়কদের।

সকাল ১১ টা :

সকাল ৯ টা ৫৮ মিনিট :

সকাল ৯ টা ৫০ মিনিট : পানীয় জলের দাবিতে হুগলি স্টেশন রোডে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। গত ৭ দিন ধরে জল পাচ্ছেন না এই অভিযোগে পথ অবরোধ করেন তাঁরা।

সকাল ৯ টা ১০ মিনিট :

সকাল ৯ টা :

সকাল ৮ টা ৩০ মিনিট :বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ভারত ও বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ধোনি বাহিনীর। (ম্যাচের লাইভ আপডেট পড়তে ক্লিক করুন এখানে )

English summary
Latest news update : 19 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X