For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ১৯ ফেব্রুয়ারি : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৯ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উড়বে জাতীয় পতাকা

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উড়বে জাতীয় পতাকা

জাতীয় ঐক্যকে আরও মজবুত করতে দেশের মোট ৪৬ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এবার থেকে দেশের জাতীয় পতাকা উড়বে বলে কেন্দ্রীয় সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেএনইউ-এর বিরোধিতায় আরএসএস

জেএনইউ-এর বিরোধিতায় আরএসএস

ঘটনার কয়েকদিন পরে এবার সরাসরি জেএনইউ -এর ঘটনার বিরোধিতা করল আরএসএস।

যোগীর আক্রমণ

যোগীর আক্রমণ

পূর্বপুরুষদের থেকে দেখে শেখা উচিত রাহুল গান্ধীর। এভাবেই কংগ্রেস সহ সভাপতিকে কড়া আক্রমণ করলেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।

কানহাইয়ার জামিনের আবেদন

কানহাইয়ার জামিনের আবেদন

জেএনইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমারের জামিনের আবেদন আজ শুনবে সুপ্রিম কোর্ট।

পাক মেন্টর ভিভ

পাক মেন্টর ভিভ

আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে পাকিস্তান দলের মেন্টর হতে চলেছেন কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডস।

কানহাইয়ার জামিন নয় সুপ্রিম কোর্টে

কানহাইয়ার জামিন নয় সুপ্রিম কোর্টে

কানহাইয়া কুমারের জামিনের আর্জি শুনল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টে আপিল করতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁর আইনজীবীদের।

কানহাইয়াকে মারধর

কানহাইয়াকে মারধর

আদালত চত্বরে কানহাইয়ার উপরে মারধর করা হয়েছিল। মেডিক্যাল রিপোর্টে সেই দাবি ফের স্পষ্ট হল। ফলে চাপে পড়ে গিয়েছে দিল্লি পুলিশ।

রেড রোড মামলায় চার্জশিট!

রেড রোড মামলায় চার্জশিট!

চলতি মাসেই রেড রোড কাণ্ডে চার্জশিট দাখিল করতে চলেছে কলকাতা পুলিশ। সাম্বিয়া সোহরাবকে এই মামলায় খুনের অভিযোগে অভিযুক্ত করতে চলেছে পুলিশ। অন্যদিকে শানু, জনি ও মহম্মদ সোহরাবকে ষড়যন্ত্রের মামলায় চার্জশিট দেওয়া হবে।

শর্মার সহজ জামিন

শর্মার সহজ জামিন

ছাত্র পিটিয়েও সহজেই গ্রেফতার হয়ে জামিনও পেয়ে গেলেন বিজেপি নেতা ওপি শর্মা। আর তাতেই ফের একবার উসকে উঠেছে বিতর্ক।

জেএনইউ নিয়ে বিক্ষোভ করবে বামেরা

জেএনইউ নিয়ে বিক্ষোভ করবে বামেরা

জেএনইউ-এর ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে আগামী ২৩-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচী পালন করবে বামেরা।

মুর্শিদাবাদে ঘাষফুল

মুর্শিদাবাদে ঘাষফুল

মুর্শিদাবাদের কান্দি পুরসভার দখল নিল তৃণমূল। অধীর চৌধুরির শক্ত মাটিতে তৃণমূলের জয়ে অস্বস্তিতে কংগ্রেস। কান্দি পুরসভায় অনাস্থা ভোটে তৃণমূল পায় ৯টি ভোট এবং কংগ্রেস পায় ৮টি ভোট। নির্দল কাউন্সিলরকে অপহরণ করে তৃণমূল ভোটে জিতেছে বলে অভিযোগ আনল কংগ্রেস।

English summary
Latest News Update : 19 February in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X