For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮ মার্চ : সারাদিনের খবর একজনরে

Google Oneindia Bengali News

সারাদিনের খবর একজনরে : ১৮ মার্চ

রাত ৮ টা ০৫ মিনিট : তিনদিনের সফরে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার আবদুল বাসিত। মুখ্যমন্ত্রীকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

সন্ধ্যা ৬ টা :

বিকেল ৪ টে ৪০ মিনিট : আসন্ন কলকাতা পুর নির্বাচনে ৯৬ নম্বর ওয়ার্ডে বিজেপির হয়ে লড়বেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী।

বিকেল ৪ টে ২৫ মিনিট :

দুপুর ২ টো ৪৭ মিনিট : রানাঘাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ঘটনার গুরুত্ব বিচার করেই এই সিদ্ধান্ত। টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী।

দুপুর ২ টো ২৭ মিনিট : ৯ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পৌছল দক্ষিণ আফ্রিকা।

দুপুর ২ টো ১৬ মিনিট : রানাঘাট কাণ্ডে নির্যাতিতা সন্ন্যাসীনী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। তিনি চাইলে হাসপাতাল তাঁকে ছুটি দিয়ে দিতে পারে। জানাল রানাঘাট হাসপাতালের মেডিক্যাল বোর্ড।

দুপুর ২ টো : সেমিফাইনালের একেবারে দোরগোড়ায় প্রোটিয়ারা। জয়ের জন্য চাই আর মাত্র ৪০ রান। হাতে বাকি এখনও ৩৭ ওভার।

দুপুর ১২ টা ৭ মিনিট :

দুপুর ১২ টা ৫ মিনিট :

সকাল ১১ টা ২ মিনিট : নদিয়ায় সিস্টার ধর্ষণ কাণ্ডে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে নোটিশ জারি করল এনএইচআরসি।

সকাল ১০ টা ১১ মিনিট : রানাঘাট কাণ্ডে রাজ্য জুড়ে তল্লাশি অভিযান শুরু করল পুলিশ।

সকাল ৯ টা ১৫ মিনিট : মালদহের স্কুলে হুমকি চিঠি কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত।

সকাল ৯ টা ১২ মিনিট : বন্ধ হয়ে গেল ঘুষুড়ির তিরুপতি জুটমিল। উৎপাদন কমের অজুহাত দিয়ে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলাল কর্তৃপক্ষ।

সকাল ৯ টা ১০ মিনিট : রানাঘাট কাণ্ডে ১৫ জনকে আটক করা হলেও এখনও গ্রেফতার হয়নি কেউই। এলাকায় ক্রমশ বাড়ছে অসন্তোষ

সকাল ৯ টা :
শুরু হল আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা

সকাল ৮ টা ৩০ মিনিট :

English summary
Latest news update : 18 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X