For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৬ এপ্রিল : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

১৬ এপ্রিল : সারাদিনের খবর একনজরে

রাত ৮ টা ২৫ মিনিট : বিশ্ব মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে তালিকার শীর্ষে পৌঁছলেন ভারতের সাইনা নেহওয়াল। গত মাসে প্রথমবার শীর্ষে পৌঁছনোর পর মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে ২ নম্বরে নেমে যান তিনি। এরপর ফের এদিন তিনি শীর্ষে পৌঁছলেন।

রাত ৮ টা ২২ মিনিট :

রাত ৮ টা ১০ মিনিট :

সন্ধ্যা ৭ টা ২০ মিনিট :

সন্ধ্যা ৭ টা ১০ মিনিট :

সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট :

সন্ধ্যা ৬ টা :

বিকেল ৫ টা ২৫ মিনিট :

বিকেল ৫ টা ২০ মিনিট :

বিকেল ৪ টে ৫০ মিনিট :

বিকেল ৪ টে ২৫ মিনিট :

বিকেল ৪ টে ০৫ মিনিট :

দুপুর ৩ টে ৩০ মিনিট : ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। দৌড়ে রয়েছেন রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণও।

দুপুর ৩ টে ১৭ মিনিট : সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্ত মিছিল। শেষদিনের পুরপ্রচারে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে সাংসদ-অভিনেতা দেব। মুখ্যমন্ত্রী বললেন, 'কেউ আমাদের পতাকা ছিঁড়লে কেন তাঁকে গ্রেফতার করা যাবে না?'

দুপুর ২ টো ২৮ মিনিট : সংযুক্তিকরণের অজুহাতে নির্বাচন না করানো আইনবিরূদ্ধ। আগামী ২ মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ৭ পুরসভায় নির্বাচন করানোর নির্দেশ কমিশনকে দিল কলকাতা হাইকোর্ট।

দুপুর ১ টা ১০ মিনিট : সারদা কাণ্ডে নথি জমা দিতে ইডির দফতরে মিঠুন চক্রবর্তীর আইনজীবী।

দুপুর ১২ টা ৫৮ মিনিট: কসবায় বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ। অন্যদিকে পাটুলিতে সুজন চক্রবর্তীর নেতৃত্বাধীন মিছিলের হামলার অভিযোগ। দুক্ষেত্রেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করল তৃণমূল।

দুপুর ১২ টা ৪৮ মিনিট :

দুপুর ১২ টা ১৯ মিনিট :

সকাল ১১ টা ৫৩ মিনিট : আরবিআই গভর্নর রঘুরাম রঞ্জন পেলেন আইএসআইএস হুমকি।

সকাল ১১ টা ৩০ মিনিট : আপের শাস্তিপ্রদত্তকারি কমিটি অবৈধভাবে গঠিত। অভিযোগ প্রশান্ত ভূষণেরয।

সকাল ১১ টা ১৫ মিনিট :

সকাল ১০ টা ৫৫ মিনিট : ৫৬ দিনের ছুটি কাটিয়ে আজ ফিরছেন রাহুল গান্ধী।

সকাল ১০ টা ৪৬ মিনিট : ওড়িশা উপকুল থেকে অগ্নি ৩-এর সফল উৎক্ষেপণ। পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ৩।

সকাল ১০ টা ৫ মিনিট : বাঘাযতীনে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ।

সকাল ৯ টা ৩৯ মিনিট : কাশীপুর কাণ্ডে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা এখনও অধরা।

সকাল ৯ টা ১০ মিনিট : তৃণমূল-বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র কাশীপুর। গুলি ও বামাবাজিতে আহত ২ তৃণণূল সমর্থক। কাশীপুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

সকাল ৯ টা ৬ মিনিট : শ্রীনগরের পথসভায় পাকিস্তানের পতাকা তোলা হল। এই ঘটনায় বিচ্ছিন্নতাবাদী মাসারত আলমের বিরুদ্ধে মামলা রুজু করা হল।

সকাল ৮ টা ১৬ মিনিট :

সকাল ৮ টা : হলদিয়া বন্দরের অচলাবস্থা অব্যাহত। বিপুল ক্ষতিক মুখে বন্দর। বন্দরে পণ্য খালাসের কাজ বন্ধ। স্যান্ডহেটে আটক ৩৯টি জাহাজ। তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করল কর্তৃপক্ষ। আজ ইউনিয়নের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক।

English summary
Latest news Update : 16 April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X