For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ১৫ ফেব্রুয়ারি : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৫ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সেনায় মরদেহ এল বাড়িতে

সেনায় মরদেহ এল বাড়িতে

কুপওযাড়ায় জঙ্গি সংঘর্ষে মৃত জওয়ান গুনর সহদেব মারুতির দেহ কর্ণাটকের বীজাপুরে তাঁর নিজের বাড়িতে আনা হয়েছে।

অসম সফরে রাহুল

অসম সফরে রাহুল

দু'দিনের অসম সফরে যাচ্ছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

সূর্য নমস্কার করে রেকর্ড

সূর্য নমস্কার করে রেকর্ড

রথ সপ্তমী উপলক্ষ্যে কোচিতে একসঙ্গে পাঁচ হাজার মানুষ সূর্য নমস্কার করে রেকর্ড গড়লেন।

নির্মল বিচার

নির্মল বিচার

জম্মু ও কাশ্মীরে দশ মাসের বিজেপি সরকারের আমলকেই সেরা বললেন বিজেপি নেতা নির্মল সিং।

লঙ্কাবাহিনীর বিরুদ্ধে সিরিজ ভারতের

লঙ্কাবাহিনীর বিরুদ্ধে সিরিজ ভারতের

শ্রীলঙ্কাকে শেষ টি২০ ম্যাচে নয় উইকেটে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল মহেন্দ্র সিং ধোনির ভারত। প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা করে মাত্র ৮২ রান। অন্যদিকে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৩ রান মাত্র ১৩.৪ ওভারেই তুলে নেয় ভারত। শিখর ধাওয়ান করেন অপরাজিত ৪৬ রান। মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন রবিচন্দ্রণ অশ্বিন। ম্যাচের ও সিরিজের সেরাও হয়েছেন তিনিই।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের

ভারতকে ফাইনালে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ব্যাট করে মাত্র ১৪৫ রানে শেষ হয়ে যায় ভারতের ছোটরা। এরপরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট খুইয়ে তিনবল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুদে ক্যারিবিয়ানরা।

শুরু উচ্চ মাধ্যমিক

শুরু উচ্চ মাধ্যমিক

আজ শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী ২৯ তারিখ পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা।

রণক্ষেত্র বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে

রণক্ষেত্র বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এদিন সকালে একটি ট্রাকের বেপরোয়া ধাক্কায় একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে দমদমের মাঠকল এলাকায়। রাস্তার পাশে দাঁড়ানো চার শিশুকে পিষে দেয় ট্রাকটি। ঘটনার পরে স্থানীয় জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে, কনস্টেবলকে মারা হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশের তোলা থেকে বাঁচতেই বেপরোয়া ভাবে যেতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

সন্দীপের অভিযোগ

সন্দীপের অভিযোগ

শুধু হস্তক্ষেপ করাই নয়, কেন্দ্র সরকার জেএনইউ-এর মতো ঐতিহ্যশালী প্রতিষ্ঠানকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের।

জেএনইউতে বিক্ষোভ

জেএনইউতে বিক্ষোভ

জেএনইউতে এদিন ছাত্রনেতার গ্রেফতারির প্রতিবাদে ধর্মঘট চলছে। ছাত্র ও শিক্ষকদের একটা অংশ একজোট হয়ে উপাচার্যের ঘরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন।

ইয়েচুরিকে হুমকি ফোন

ইয়েচুরিকে হুমকি ফোন

জেএনইউ-এ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোয় দেশ ছাড়তে হবে বলে হুমকি ফোন পেলেন বাম নেতা সীতারাম ইয়েচুরি। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

সিয়াচেনে মৃত সেনাদের দেহ এল দিল্লি

সিয়াচেনে মৃত সেনাদের দেহ এল দিল্লি

সিয়াচেনে বরফের ধসে ল্যান্সনায়েক হনমন্তাপ্পা কোপ্পড়ের সঙ্গে বাকী যে ৯ জন বীর সেনার মৃত্যু হয়েছে তাদের মরদেহ দিল্লিতে আনা হল।

রাহুলকে আক্রমণ অমিতের

রাহুলকে আক্রমণ অমিতের

জেএনইউ-এর ছাত্রদের পাশে দাঁড়ানোয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। অমিতের কথায়, রাহুল দেশবিরোধিতা ও দেশভক্তির মধ্যেকার পার্থক্য ভুলে গিয়েছেন।

বহিঃষ্কৃত সুশান্ত

বহিঃষ্কৃত সুশান্ত

বিশ্বভারতীয় উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে বহিষ্কার করলেন আচার্য তথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷

একযোগে প্রতিবাদ বাম-কংগ্রেসের

একযোগে প্রতিবাদ বাম-কংগ্রেসের

জেএনইউ-এ ছাত্রনেতা গ্রেফতারের ঘটনার প্রতিবাদে কলকাতা শহরে একসঙ্গে মিছিল করে প্রতিবাদ জানালেন বাম ও কংগ্রেস নেতারা।

দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর মাইসোর

দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর মাইসোর

এক সমীক্ষায় দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেল মাইসোর শহর।

English summary
Latest News Update : 15 February in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X