(ছবি) ১৪ অগাস্ট : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ১৪ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পথদুর্ঘটনা
গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোহানিয়ার ফইজাবাদ-লখনউ জাতীয় সড়কে ৮ জনের মৃত্যু হয়েছে।

দীপার ম্যাজিক
আজ অলিম্পিকের ভল্ট ফাইনালে নামছেন দীপা কর্মকার। গোটা ভারত আজ তাকিয়ে দীপার দিকে।

টেস্ট জয় ভারতের
তৃতীয় টেস্টে জিতে ২-০ সিরিজে এগিয়ে রইল ভারত। ঘরের মাঠের সুবিধা ওঠাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টেস্টে ২৩৭ রানের তফাতে জিতল ভারত।

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন
জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পাল্টা জবাব দিয়েছে ভারতও। তবে এই ঘটনায় এখনও কোনও হতাহতের খহর নেই।

শহরে ডেঙ্গুতে মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত দমদমের এখ গৃহবধূ। বুধবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার তাঁর মৃত্যু হয়।

বিস্ফোরক সুব্রত
যাদবপুর ও প্রেসিডেন্সি কলেজ বর্তমানে সবচেয়ে উগ্র বলে মন্তব্য করেন সুব্রতবাবু। বলেন, "যে পোশাক পরে ওরা আন্দোলন করে তা একটু বেশি হওয়া উচিত। রুমালে যতটুকু কাপড় আছে শরীরে ততটুকু কাপড় যদি থাকে তাহলে নিশ্চই অপসংস্কৃতি। পোশাকে ভব্যতা রেখে আন্দোলন করুক না।"