For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ মার্চ : সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

১১ মার্চ : সারাদিনের খবর একনজরে

সন্ধ্যা ৬ টা ১০ মিনিট : কলকাতার একটি সংস্থাকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে কয়লাকাণ্ডে মধু কোড়াকে তলব ইডির।

বিকেল ৫ টা ১৫ মিনিট :

বিকেল ৪ টে ১৫ মিনিট : কলকাতায় হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে আগুন। এদিন বিকেল ৩ টে নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

বিকেল ৩ টে ৫০ মিনিট :

বিকেল ৩ টে ৩০ মিনিট : কলকাতা পুরসভায় ব্যর্থতার অভিযোগে বিজেপির মিছিল ঘিরে উত্তপ্ত হল নিউ মার্কেট এলাকা। বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। ঘটনার জেরে মাথা ফাটল ডিসি সেন্ট্রাল ডিপি সিংয়ের।

দুপুর ১ টা ৩০ মিনিট : কয়লা বণ্টন মামলায় আদালতের সমন পেয়ে তিনি দুঃখিত। সাংবাদিকদের সেকথা জানালেন মনমোহন সিং।

দুপুর ১ টা ২০ মিনিট :

দুপুর ১ টা : প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের স্ত্রী ঊষা মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্যের দুর্নীতি দমন শাখা। তাঁর স্বেচ্ছাসেবি সংস্থার বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে এসেছে।

দুপুর ১২ টা ১৩ মিনিট : একের পর এক রেকর্ড করে চলেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। এবার ২০ বলে অর্ধশতরান করে নয়া নজির অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথেউসের। এই বিশ্বকাপেই কিছুদিন আগে ১৮ বলে অর্ধশতরান করেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম।

সকাল ১১ টা ২৫ মিনিট : স্কটল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য খেলছে শ্রীলঙ্কা। এই বিশ্বকাপের পরপর চারটি ম্যাচে শতরান করে নয়া নজির গড়লেন কুমার সঙ্গাকারা। শতরান করেছেন তিলকরত্নে দিলশানও। দুজনেই অপরাজিত অবস্থায় ব্যাটিং করছেন। শ্রীলঙ্কার রান ৩৪ ওভারে ২১১/১।

সকাল ১১ টা : খানাকুলে আলু চাষির আত্মহত্যার ঘটনায় জেলাশাসককে রিপোর্ট পেশ আরামবাগের এসডি-র। চাষের জন্য ৪০ হাজার টাকা ঋণ নেন ওই চাষি। চাষের পর ঋণের টাকা চোকাতে না পেরেই আত্মহত্যা বলে জানা গিয়েছে।

সকাল ১০ টা ৩০ মিনিট : কয়লা বণ্টন মামলায় নয়া মোড়। অভিযুক্ত হিসেবেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাজিরার জন্য সমন পাঠাল সিবিআইয়ের বিশেষ আদালত। আগামী ৮ এপ্রিল হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি মনমোহন সিংয়ের বয়ান রেকর্ড করা হয়।

সকাল ৯ টা : যত দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের সোয়াইন ফ্লু পরিস্থিতি। গতকাল আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবমিলিয়ে রাজ্যে সোয়াইন ফ্লুয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। আক্রান্তের সংখ্যা ২৪৫। সারা দেশের চিত্রটা আরও ভয়াবহ। মৃতের সংখ্যা ১৪৮২ ও আক্রান্তের সংখ্যা ২৬,৪৪৫ জন।

সকাল ৮ টা ৩০ মিনিট : দ্বি-পাক্ষিক নানা ইস্যুতে আলোচনার জন্য ইংল্যান্ডের বিদেশ সচিব ফিলিপ হ্যামন্ড আজ ভারতে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন তিনি।

English summary
latest-news-update-11-march
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X