For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ১১ ফেব্রুয়ারি : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১১ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

হেডলির সাক্ষ্য শুরু

হেডলির সাক্ষ্য শুরু

মুম্বই আদালতে ফের এদিন শুরু হল মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির সাক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও এক অজ্ঞাত জেল থেকে এই সাক্ষ্য দিচ্ছে হেডলি।

ত্রিনবাগো নাইট রাইডার্স

ত্রিনবাগো নাইট রাইডার্স

ক্যারিবিয়ান টি২০ লিগে ত্রিনিদাদ ও টোবাগো দল কিনেছিলেন শাহরুখ খান। সেই দলের নাম রাখা হল ত্রিনবাগো নাইট রাইডার্স।

লড়াই জারি হনুমন্তাপ্পার

লড়াই জারি হনুমন্তাপ্পার

সিয়াচেন থেকে উদ্ধার ভারতীয় জওয়ান ল্যান্সনায়েক হনুমন্তাপ্পা কোপ্পাড় কোমায় লড়াই চালিয়ে যাচ্ছেন। আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পিডিপি-ই পছন্দ

পিডিপি-ই পছন্দ

জম্মু ও কাশ্মীরে পিডিপির সঙ্গেই জোটবদ্ধভাবে সরকার চালানোর পক্ষেই মত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের।

চিতার হানায় সন্ত্রস্ত

চিতার হানায় সন্ত্রস্ত

চিতার হানায় সন্ত্রস্ত বেঙ্গালুরু। মোট ১৩০টির বেশি স্কুল এদিন বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

ইশরত লস্করের সদস্যা?

ইশরত লস্করের সদস্যা?

গুজরাতে এনকাউন্টারে মৃত ইশরত জাহান লস্করের জঙ্গিবাহিনীর সদস্য ছিল বলে দাবি করল ডেভিড হেডলি।

বিদায় হনমন্তাপ্পা

বিদায় হনমন্তাপ্পা

কোমায় থেকেই দিল্লির সেনা হাসপাতাল থেকে বিদায় নিলেন বীর জওয়ান হনমন্তাপ্পা কোপ্পড়।

ভ্যালেন্টাইনস ডে নিয়ে আপত্তি

ভ্যালেন্টাইনস ডে নিয়ে আপত্তি

বজরঙ্গী দল ও দুর্গা বাহিনীর সদস্যরা হায়দ্রাবাদে ভ্যালেন্টাইনস ডে-র গ্রিটিংস কার্ড পোড়াল।

রাজনের স্বর সংগ্রহ করবে সিবিআই

রাজনের স্বর সংগ্রহ করবে সিবিআই

সাংবাদিক জে দে হত্যা মামলায় সিবিআইকে ডন ছোটা রাজনের গলার স্বর সংগ্রহের নির্দেশ দিল মুম্বইয়ের আদালত।

মানহানির মামলা করতে চলেছেন ধোনি

মানহানির মামলা করতে চলেছেন ধোনি

ম্যাচ গড়াপেটার অভিযোগ করায় এক হিন্দি সংবাদপত্রের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করতে চলেছে মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচ গড়াপেটার অভিযোগ আনা হয় ধোনির বিরুদ্ধে।

অবস্থান বিক্ষোভ

অবস্থান বিক্ষোভ

রেশন কার্ড বিভ্রাটের জেরে হুলুস্থুলু। কলকাতা পুরসভার সামনে পথে কংগ্রেস ও বামেদের অবস্থান বিক্ষোভ।

English summary
Latest News Update : 11 February in Pic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X