For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ১০ অগাস্ট : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১০ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পদপিষ্ট হয়ে মৃত্যু

পদপিষ্ট হয়ে মৃত্যু

শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে পুজো দেওয়ার জন্য ভিড় জমেছিল ঝাড়খণ্ডে দেওঘরের বেলাবাগানে জ্যোতির্লিঙ্গ বাবা ধামে। আর সেই ভিড়ের জেরেই পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। আহত প্রায় ৫০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবাদ

প্রতিবাদ

সমাজকর্মী শশী পেরুমলের মৃত্যুর তদন্তের দাবিতে তামিল নাড়ুতে ডিএমকে ও বিজেপি যৌথভাবে প্রতিবাদ মিছিল চালাবে।

সেনা-জঙ্গি গুলির লড়াই

সেনা-জঙ্গি গুলির লড়াই

কাশ্মীরের কেরান এবং তাংধার সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে রাতভর গুলির লড়াইতে এক জওয়ান ও ২ জঙ্গির মৃত্যু হয়েছে।

সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ সকাল ১০ টা ১৫ মিনিটে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন।

আন্ত্রিকের প্রকোপ

আন্ত্রিকের প্রকোপ

বেলেঘাটার আইডি হাসপাতালে আন্ত্রিকে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। আইডি হাসপাতালে আন্ত্রিকে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন বহু রোগী।

ছবিটি প্রতীকী, ফাইল চিত্র

জল থৈ থৈ

জল থৈ থৈ

জলমগ্ন গুরগাঁওতে ব্যহত জনজীবন।

আহত আপ নেত্রী

আহত আপ নেত্রী

রাজঘাট এলাকায় মাদক বিরোধী প্রচার চালানোর সময় আপ নেত্রী অলকা লাম্বার উপর হামলা করে দুষ্কৃতীরা। পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় নেত্রীর। আপ নেতৃত্বের অভিযোগ এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি।

পবন হংস হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

পবন হংস হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

গত ৪ আগস্ট নিখোঁজ হওয়া পবন হংস হেলিকপ্টারের ধ্বংসাবশেষ মিলল অরুনাচল প্রদেশের তিরাপ জেলায়।

আফগানিস্তানে ভূকম্পন

আফগানিস্তানে ভূকম্পন

আফগানিস্তানে জোরাল ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তর ভারতের একাংশ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। বিকেল সাড়ে ৩ টে নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উত্সস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। পাকিস্তানেও এর প্রভাব টের পাওয়া গিয়েছে।

মারানের আগাম জামিন খারিজ

মারানের আগাম জামিন খারিজ

টেলিফোন এক্সচেঞ্জ মামলায় দয়ানিধি মারানের আগাম জামিন খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট।

সলমনের বিশ্বাস

সলমনের বিশ্বাস

পাকিস্তানে হারিয়ে গিয়ে আটকে পড়া ভারতীয় মেয়ে গীতাকে দেশে ফেরাতে দুই দেশের সরকারই আন্তরিক চেষ্টা করছে বলে মনে করেন সলমন খান। বজরঙ্গী ভাইজান সিনেমাতেও এমনই কিছু দেখানো হয়েছে।

ব্যান হকি খেলোয়াড়

ব্যান হকি খেলোয়াড়

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতীয় হকি খেলোয়াড় গুরবাজ সিংকে ৯ মাসের জন্য ব্যান করল হকি ফেডারেশন।

কপিলের তোপ

কপিলের তোপ

প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী কাণ্ডে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহকে তোপ দাগলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল।

English summary
Latest News Update : 10 August (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X