For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ৯ জানুয়ারি : সিএএ ও এনআরসি বিরোধিতায় মধ্যমগ্রাম থেকে শুরু হল মমতার মিছিল

Google Oneindia Bengali News

এনআরসি ও সিএএ বিরোধিতায় রাজ্য জুড়ে মিছিল ও সমাবেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি মেনেই আজ মধ্যমগ্রাম থেকে বারাসত পদযাত্রায় হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর তিনটে নাগাদ এই মিছিল মধ্যমগ্রাম চৌমাথা থেকে শুরু হওয়ার কথা শেষ হবে বারাসত চাঁপাডালি মোড়ে। এর আগে কলকাতা, হাওড়া ও উত্তরবঙ্গে একইরকম পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রতিটি সভা ও মিছিল থেকেই কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে আক্রমণ করেন তিনি।

সিএএ ও এনআরসি বিরোধিতায় আজ মধ্যমগ্রামে পদযাত্রায় মমতা

Newest First Oldest First
3:47 PM, 9 Jan

নৈহাটিতে বোমা নিষ্ক্রিয় করার জেরে কেঁপে উঠল চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়ল গাছ, হাসপাতালের কাঁচ।
3:25 PM, 9 Jan

দিল্লিতে তিন আইএনআইএস সন্দেহভাজন জঙ্গিকে আটক করল পুলিশ।
3:04 PM, 9 Jan

কাশ্মীরের রাজনীতিবীদদের সঙ্গে সাক্ষাৎ করলেন ১৫ দেশের প্রতিনিধিদল।
3:03 PM, 9 Jan

কাশ্মীরে সফররত ১৫ দেশের প্রতিনিধিদলকে পরিস্থিতি সম্পর্কে অবগত করছেন সেনা আধিকারিক।
3:03 PM, 9 Jan

৫ জানুয়ারি ক্যাম্পাসে হওয়া হিংসার ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করলেন জেএনইউ-র ভিসি।
3:01 PM, 9 Jan

ক্রমে বারাসাতের দিকে এগিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতার সিএএ বিরোধী মিছিল।
3:01 PM, 9 Jan

দীপিকা পাড়ুকোনের ছপপককে মধ্যপ্রদেশে শুল্কমুক্ত গোষণা করা হল।
3:00 PM, 9 Jan

সাংবাদিকের মুখোমুখি হয়ে সেনাপ্রধান তাঁর এই সফর সম্পর্কে বলেন, 'আমি নতুন বছরের সুভেচ্ছা জানাতে এখানে এসেছি। আমার সবসময় ইচ্ছা ছিল যে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেই এখানে আসব। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে এখানে আবহাওয়া খারাপ থাকায় আমি আসতে পারিনি। কিন্তু আমি খুশি শেষ পর্যন্ত সেনাপ্রধান হিসাবে আমি সিয়াচেনে নিজের প্রথম সফর করতে পেরে।'
2:59 PM, 9 Jan

সেনাপ্রধান হিসাবে প্রথমবার সিয়াচেন সফরে গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটালেন জেনারেল নরভানে।
2:45 PM, 9 Jan

নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2:32 PM, 9 Jan

মমতা বন্দ্যোপাধ্যায় : কেউ কেউ আন্দোলনের নামে জলঘোলা করছে।
2:32 PM, 9 Jan

মমতা বন্দ্যোপাধ্যায় : এনপাআর-এ নতুন ছঠি তথ্য দিতে হবে।
2:31 PM, 9 Jan

মমতা বন্দ্যোপাধ্যায় : অপপ্রচারে কান দেবে না।
2:30 PM, 9 Jan

মমতা বন্দ্যোপাধ্যায় : সেই আন্দোলনই জয়ী হয় যা শান্তিপূর্ণ হয়। একসঙ্গে থাকলেই আন্দোলন জয়ী হবে, সফল হবে।
2:30 PM, 9 Jan

মমতা বন্দ্যোপাধ্যায় : বিজেপি অযথা দেশের মানুষকে লাইনে দাঁড় করাতে চাইছে।
2:29 PM, 9 Jan

মমতা বন্দ্যোপাধ্যায় : যারা দেশের নির্বাচনে ভোট দেন তারা সবাই দেশের নাগরিক।
2:29 PM, 9 Jan

মমতা বন্দ্যোপাধ্যায় : এই আইন অনুযায়ী নাগরিক হতে গেলে পাঁচ বছর বিদেশী হতে হবে।
2:27 PM, 9 Jan

মমতা বন্দ্যোপাধ্যায় : মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে মিথ্যা বলা হচ্ছে।
2:27 PM, 9 Jan

মমতা বন্দ্যোপাধ্যায় : উদ্বাস্তুদের নিয়ে ভুল বোঝাচ্ছে বিজেপি।
1:39 PM, 9 Jan

সিয়াচেনে শহিদদের সৌধতে শ্রদ্ধাজ্ঞাপন সেনা প্রধান মনোজ মুকুন্দ নরভানের।
1:37 PM, 9 Jan

উত্তরাখণ্ডে রাস্তা থেকে বরফ সরানোর কাজ শুরু হয়েছে।
1:36 PM, 9 Jan

বাজেটের আগে দিল্লিতে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
1:36 PM, 9 Jan

দিল্লির হায়দরাবাদ ভবনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী। দীনেশ গুণবর্ধনে।
1:35 PM, 9 Jan

কাশ্মীর পৌঁছাল ১৫টি দেশের প্রতিনিধিদল।
1:34 PM, 9 Jan

দিল্লিতে জেএনইউ ছাত্ররা ৫ জানুয়ারির ঘটনার প্রতিবাদে মিছিল বের করল।
1:34 PM, 9 Jan

১৩ জানুয়ারি দিল্লিতে বিরোধীদের ডাকা সিএএ-এনআরসি বিরোধী মঞ্চে যোগ দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1:16 PM, 9 Jan

ফাঁসি আটকানোর শেষ চেষ্টা, সুপ্রিমকোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল নির্ভয়া কাণ্ডে দোষী বিনয়ের।
11:21 AM, 9 Jan

নয়ডার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা নেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে ৬টি দমলকেল ইঞ্জিন।
11:02 AM, 9 Jan

নির্ভয়ার দোষীদের ফাঁসিতে ঝোলানোর পুরস্কার দিয়ে মেয়ের বিয়ে দেবেন বলে জানালেন পবন জল্লাদ।
11:02 AM, 9 Jan

দীপিকা পাড়ুকোনের জেএনইউতে যাওয়ার প্রশংসায় অপর্ণা, বললেন সাহসী পদক্ষেপ।
READ MORE

English summary
Latest live breaking news updates of 9th January 2020 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X