For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE জেএনইউ ক্যাম্পাসে তাণ্ডব : দেশজুড়ে নিন্দার ঝড়

Google Oneindia Bengali News

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ও আক্রান্ত শিক্ষকদের অভিযোগর তির আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে। গতকালকের হামলায় জেএনইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐষী ঘোষ সহ ১৮ জন ছাত্র বা শিক্ষক জখম হয়ে ভর্তি হয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সে।

এদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলার ঘটনায় ভারতের প্রায় সব নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের সহমর্মিতা ও সঙ্গ পেল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। এই ঘটনার প্রতিবাদে গতকাল মধ্যরাতেই জওহরলাল নেহেরু মুম্বইয়ের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেটওয়ে অফ ইন্ডিয়া-তে জমায়েত হয়। তারা সেখানে এই ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

দিনের আরও সব খবরের লাইভ আপডেটে চোখ রাখুন :

LIVE জেএনইউ ক্যাম্পাসে তাণ্ডব : দেশজুড়ে নিন্দার ঝড়

Newest First Oldest First
1:34 PM, 6 Jan

জেএনইউর ঘটনার প্রতিবাদ আসাদউদ্দিন ওয়েইসির গলায়।
1:33 PM, 6 Jan

জাতীয় মহিলা কমিশন দিল্লি পুলিশকে তলব পাঠাল জেএনইউ ঘটনায় মহিলাদের উপর হামলার প্রেক্ষিতে।
1:33 PM, 6 Jan

জেএনইউ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1:32 PM, 6 Jan

জেএনইউ-তে ধ্বংসের চিত্র।
1:31 PM, 6 Jan

জেএনইউ-র ঘটনার সমালোচনা করলেন অখিলেশ যাদব।
1:31 PM, 6 Jan

জেএনইউ-র ঘটনার পরোক্ষে সমর্থন করে বসলেন বিজপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বামেরা মার খেলেই যত গণ্ডগোল হয়। কিন্তু এবিভিপির কেউ মার খেলে কেউ পথে নামেন না।
1:30 PM, 6 Jan

এদিন তিনি প্রশ্ন করেন কাদের হয়ে হৃদয় কাঁপে মমতার। জেএইউ নিয়ে তিনি বলেন, এখন হিসেব বরাবর হচ্ছে।
1:30 PM, 6 Jan

রবিবার সন্ধেয় জেএনইউতে ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
1:30 PM, 6 Jan

এক বিবৃতিতে জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় জেএনইউ কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এবং হিংসা ও রক্ত বন্ধ করতে কেন্দ্র ও দিল্লি সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে।
1:29 PM, 6 Jan

জেএনইউ–এর পড়ুয়া ও অধ্যাপকদের ওপর যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তা বিস্ময়কর ও ভয়ঙ্কর বলে জানিয়েছে জুটা।
11:57 AM, 6 Jan

শান্তি বজায় রাখার আহ্বান করলেন জেএনইউ-র উপাচার্য।
11:56 AM, 6 Jan

জখম হওয়া ৩৪ জন জেএনইউ ছাত্রকেই ছেড়ে দেওয়া হল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্স থেকে।
11:55 AM, 6 Jan

জেএনইউ তাণ্ডবের ঘটনায় বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ কংগ্রেসের।
11:54 AM, 6 Jan

জেএনইউ তাণ্ডবের ঘটনার নিন্দা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
11:53 AM, 6 Jan

আলিগড় বিশ্ববিদ্যালয়ে ভারী সংখ্যায় বাহিনী মোতায়েন।
11:53 AM, 6 Jan

জেএনইউ তাণ্ডবের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হায়দরাবাদে।
11:52 AM, 6 Jan

'আমরা চেয়েও পারিনি।' পদত্যাগ করে বললেন জেএনইউ-র মেয়েদের হস্টেলের ওয়ার্ডেন আর মীনা।
11:51 AM, 6 Jan

জেএনইউ ক্যাম্পাস প্রদর্শনে পুলিশের শীর্ষ কর্তারা।
11:49 AM, 6 Jan

জেএনইউ তাণ্ডবের ঘটনার প্রতিবাদে বেঙ্গালুরুতে বিক্ষোভ।
11:47 AM, 6 Jan

দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি দেবেন্দ্র আচার্য এই বিষয়ে বলেন, 'আমরা সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়াশুরু করেছি। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের আবেদনের ভিত্তিতে আমরা এফআইআর করেছি।'
11:47 AM, 6 Jan

দিল্লি জানিয়েছে যে অভিযুক্ত দুষ্কৃতীদের বিভিন্ন ভিডিও দেখে শনাক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে তারা।
11:46 AM, 6 Jan

রবিবার সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পেসে ঘটা তাণ্ডবের ঘটনায় সোমবার এফআইআর নিল দিল্লি পুলিশ।
11:45 AM, 6 Jan

ছাত্র সংসদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'এই উপাচার্য হলেন এক কাপুরুষোচিত উপাচার্য। উনি পিছনের দরজা দিয়ে অবৈধ নীতিমালা প্রবর্তন করেন। শিক্ষার্থী বা শিক্ষকদের প্রশ্ন থেকে দূরে পালান। তিনি জেএনইউকে নষ্ট করার পরিস্থিতি তৈরি করছেন।'
11:45 AM, 6 Jan

রবিবার সন্ধ্যায় জেএনইউ-এর রক্তাক্ত হওয়ার ঘটনায় সরাসরি উপাচার্য মামিদালা দগদীশ কুমারকে দায়ি করে তাঁর পদত্যাগ চাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।
11:44 AM, 6 Jan

আলিগড়ে এই বিক্ষোভ নিয়ে হাই অ্যালার্টে যোগী সরকার।
11:43 AM, 6 Jan

কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দু জনেই জেএনইউ-এর প্রাক্তনী৷ তাঁরা ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ঘটনার রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে৷
11:43 AM, 6 Jan

ঘটনার প্রতিবাদে শামিল হয়েছেন পুনের ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অন্যরাও।
11:43 AM, 6 Jan

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মোমবাতি মিছিল করেছেন৷
11:42 AM, 6 Jan

জেএনইউ-র ঘটনার প্রতিবাদে গতকাল মধ্যরাতেই জওহরলাল নেহেরু মুম্বইয়ের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেটওয়ে অফ ইন্ডিয়া-তে জমায়েত হয়। তারা সেখানে এই ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
11:42 AM, 6 Jan

বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলার ঘটনায় ভারতের প্রায় সব নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের সহমর্মিতা ও সঙ্গ পেল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
READ MORE

English summary
Latest live breaking news updates of 6th January 2020 of West Bengal, Kolkata, jnu and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X