For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারাদিনের নিউজ আপডেট : পেঁয়াজের মুল্যবৃদ্ধি নিয়ে সংসদে মন্ত্রী গোষ্ঠীর বৈঠক

Google Oneindia Bengali News

কর্নাটকের ১৫টি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে সকাল সাতটা থেকে। পাশাপাশি আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবারে বন্দুকবাজের হামলা হয় গতরাতে। এছাড়াও রয়েছে দিনের আরও খবরের লাইভ আপডেট।

পেঁয়াজের মুল্যবৃদ্ধি নিয়ে সংসদে মন্ত্রী গোষ্ঠীর বৈঠক

Newest First Oldest First
5:51 PM, 5 Dec

পেঁয়াজের মুল্যবৃদ্ধি নিয়ে সংসদে মন্ত্রী গোষ্ঠীর বৈঠক
5:49 PM, 5 Dec

জাপান সফরে গেলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত
5:44 PM, 5 Dec

পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিজেপিকে খোঁচা সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের।
5:10 PM, 5 Dec

ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে গিয়ে রামমন্দির ইস্যু উত্থাপন যোগী আদিত্যনাথের।
5:08 PM, 5 Dec

দিল্লির ৫৫০০টি বাসে বসছে সিসিটিভি ক্যামেরা। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
4:26 PM, 5 Dec

বাড়ানো হচ্ছে অযোধ্যার নিরাপত্তা। বাবরি মসজিদ ধ্বংসের ২৭তম বর্ষ উপলক্ষে নেওয়া হচ্ছে ব্যবস্থা।
4:06 PM, 5 Dec

রাজস্থানের বোরওয়েলে পড় গেল ৪ বছরের এক শিশু। চলছে উদ্ধারকাজ।
4:03 PM, 5 Dec

নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে উত্তপ্ত অসম সহ উত্তপূর্ব
4:02 PM, 5 Dec

দেশকে বার্তা দিতে হবে। একটি ঘ্রেফতারি কাজ হবে না। রাজ্যসভায় একথা বললেন কক্ষের চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইড়ু।
3:59 PM, 5 Dec

৪০,৭৭৯.৫৯ পয়েন্ট সেনসেক্স নিয়ে বন্ধ হল শেয়ার বাজার।
2:08 PM, 5 Dec

দেশে মহিলাদের উপর অত্যাচার বাড়ার বিষয়ে ফের সরব হলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন।
1:01 PM, 5 Dec

মোদী-শাহকে আক্রমণ রাহুলের

অমিত শাহ ও নরেন্দ্র মোদী স্বপ্নের দুনিয়ায় থাকেন। আজ কেরলে এক জনসভা থেকে বেরিয়ে এই কথা বলেন রাহুল গান্ধী। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যে মোদী-শাহের কারণেই দেশের অর্থনীতির এরকম বেহাল দশা।
12:56 PM, 5 Dec

ইনফোকমের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ইনফোকমের অনুষ্ঠানের উদ্বোধনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
12:50 PM, 5 Dec

সাংবাদিক সম্মেলনে কাশ্মীরিদের নিয়ে বললেন চিদাম্বরম

পি চিদাম্বরম : বুধবার রাত ৮টায় জেল থেকে বেরিয়ে আমার প্রথম মনে হয়েছিল কাশ্মীরে বন্দি থাকা ৭৫ লক্ষ মানুষের কথা। স্বাধীনতা রক্ষা করতে আমাদের স্বাধীনতার জন্য লড়তে হবে।
12:45 PM, 5 Dec

সাংবাদিক সম্মেলন চিদাম্বরমের

জেল থেকে ছাড়া পেয়ে প্রথম সাংবাদিক সম্মেলন চিদাম্বরমের, ফের অর্থনীতি নিয়ে মোদী সরকারকে তোপ প্রাক্তন অর্থমন্ত্রীর।
12:15 PM, 5 Dec

তফসিল জাতির ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানালেন সাংসদ রামদাস আঠওয়ালে
12:04 PM, 5 Dec

চলতি আর্থিকবর্ষে জিডিপি পূর্বাভাস ৬ থেকে কমিয়ে ৫ শতাংশে আনল আরবিআই
12:03 PM, 5 Dec

জিডিপি পূর্বাভাস ৬ থেকে কমিয়ে ৫ শতাংশে আনল আরবিআই
12:01 PM, 5 Dec

অপরিবর্তিতই থাকল রেপো রেট। আরবিআই জানায় যে রেপোরেট থাকছে ৫.১৫ শতাংশই। রিভার্স রেপো রেট থাকছে ৪.৯০ শতাংশ। ব্যাঙ্করেট থাকছে ৫.৪০ শতাংশ।
11:47 AM, 5 Dec

ডিএমকে-তে যোগ দিলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি
11:27 AM, 5 Dec

বিধানসভায় গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে থাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
11:25 AM, 5 Dec

রেপো রেট কমার সম্ভাবনায় উর্ধ্বমূখী শেয়ার বাজার, নজর আরবিআই-এর দিকে। জানা গিয়েছে দেশের ধীর গতির আর্থনীতিকে গতি প্রদান করতে এ সিদ্ধান্ত নিতে পারে মনেটারি পলিসি কমিটি।
10:38 AM, 5 Dec

আজ রাজ্যসভায় কর সংক্রান্ত সংশোধনী বিল পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
10:19 AM, 5 Dec

বাড়ি থেকে সংসদের উদ্দেশে রওনা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম। প্রসঙ্গত, ১০৫ দিন তিহার জেলে থাকা পর বুধবার ছাড়া পান তিনি।
10:09 AM, 5 Dec

মধ্যপ্রদেশে এক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

মধ্যপ্রদেশের রেওয়াতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৯, আহত অন্তত ২৩।
9:51 AM, 5 Dec

পার্ল হারবার হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান

পার্ল হারবার শুটিং থেকে প্রাণে বাঁচলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান ভারতীয় বিমান বাহিনীর প্রধান। জানা গিয়েছে ভারতীয় বিমান বাহিনীর প্রধান আরকেএস ভাদুরিয়া এবং তাঁর দলের সদস্যরা শুটিং চলাকালীন সেখানেই উপস্থিত ছিলেন।
9:43 AM, 5 Dec

প্রতিকূল আবহাওয়ার জেরে মাঝ সমুদ্রে আটকে পরা ২৬৪জন মৎসজীবীকে আরব সাগর থেকে উদ্ধার করল উপকূল রক্ষা বাহিনী।
9:30 AM, 5 Dec

পার্ল হারবারে বন্দুকবাজের হামলার জের, বন্ধ করা হল নৌঘাটি

পার্ল হারবারে বন্দুকবাজের হামলার জের, বন্ধ করা হল নৌঘাটি
আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবারে বন্দুকবাজের হামলা। পরে নৌঘাঁটি বন্ধ করে দেওয়া হয়। ঘটনায় তিনজন জখম হয়েছে। পরে হামলাকারী নিজেকে গুলি করে আত্মহত্যা করে। বুধবার স্থানীয় সময় বেলা ২.৩০ নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
9:26 AM, 5 Dec

কর্নাটকের ১৫টি কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচনের ভোট গ্রহণ

কর্নাটকের ১৫টি কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচনের ভোট গ্রহণ। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। এই নির্বাচন কর্নাটকের সরকার পক্ষ অর্থাৎ বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। ২২৫ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে গেলে ৬টি আসনে জিততেই হবে বিজেপিকে।

English summary
Latest live breaking news updates of 5th December 2019 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X